অভিষেকেই আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। দারুণ ব্যাটিং করেছেন। বিশ্বরেকর্ডের হাতছানি ছিল। কিন্তু মনঃসংযোগে সামান্য বিচ্যুতি ঘটায় পারেননি। ৮ রানের আক্ষেপে পুড়ে হতাশার কালো চাদরে ঢাকা পড়েছেন তৌহিদ। ২২ বছর বয়সী তরুণের হতাশার রাতে রেকর্ড বুকে নাম লিখেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ ১৮৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালে সিলেটেই বাংলাদেশ জিতেছিল ১৬৯ রানে। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তামিম ইকবালের বাংলাদেশ। আগামী সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ৩৩৯ রানের জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ৩০.৫ ওভারে ১৫৫ রানে। ৭ হাজারি ক্লাবে নাম লেখানোর হাতছানি ছিল সাকিব ও মুশফিকুর রহিমের। বিশ্বসেরা অলরাউন্ডার নতুন মাইলফলক গড়েছেন। কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে মুশফিককে। তামিম ইকবালের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লিখতে সাকিবের দরকার ছিল মাত্র ২৪ রান। ইনিংসের ২০ নম্বর ওভারে কার্টিস ক্যা¤ফারকে মিড অফে ঠেলেই রেকর্ড বইয়ে নাম লিখেন সাকিব। একই সঙ্গে সনৎ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদীর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার বিরল ক্লাবে নাম লেখান। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার আফ্রিদী ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট নিয়েছেন। ৮৯ বলে ৯ চারে ৯৩ রানের ইনিংস খেলা শেষে সাকিবের প্রোফাইল ২২৮ ম্যাচে ৩৮ গড়ে ৭০৬৯ রান ও ৩০০ উইকেট নিয়েছেন। মুশফিকের রান ৬৯৪৫ রান ২৪২ ম্যাচে। তৌহিদ হৃদয়ের অভিষেক হয়। গতকাল ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কায়। গ্রাহাম হিউমের ইনকাটে স্ট্র্ইেট ব্যাটিং করলে বলটি মিড অফে যেত। কিন্তু হৃদয় মিড উইকেটে খেলার চেষ্টা করেন। বলের লাইন মিস করে বোল্ড হন। ফলে অভিষেকেই ৪ নম্বরে সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি হৃদয়। দুজনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান। যা আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ২০১৯ সালে ডাবলিনে ৪ উইকেটে ২৯৪ রান। টাইগার ক্রিকেটারদের মধ্যে অভিষেকে সর্বোচ্চ রান হৃদয়ের, ৯২। এর আগে অভিষেকে হাফসেঞ্চুরির ইনিংস ছিল ফরহাদ রেজা ও নাসির হোসেনের। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ নম্বরে নেমে ফরহাদ রেজা করেছিলেন ৫০ রান এবং ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ৮ নম্বরে নেমে নাসির হোসেন করেছিলেন ৬৩। সফরকারীদের ৩০.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে দিতে দারুণ বোলিং করেন ইবাদত হোসেন। ৪২ রানের খরচে নেন ৪ উইকেট, নাসুম ৩টি, তাসকিন আহমেদ ২টি ও এক উইকেট নেন সাকিব।
শিরোনাম
- পাকিস্তান হামলায় ৩ ক্রিকেটার নিহত, ত্রিদেশীয় সিরিজ বর্জন আফগানিস্তানের
- ঘুম থেকে জেগে মুমিনের করণীয়
- ঐক্য ও সংগ্রামী চেতনার বিকাশ চাই
- হাসপাতাল থেকে বাসায় ফিরলেন খালেদা জিয়া
- সূর্য হঠাৎ অদৃশ্য হয়ে গেলে কী পরিণতি হবে পৃথিবীর!
- তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে জবিতে মশাল মিছিল
- রাজধানীতে বিএনপির ব্যতিক্রমী মিছিল
- ডেমরায় ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ নবীউল্লাহ নবীর
- ধানমন্ডি আইডিয়ালে জিপিএ-৫ কমেছে, পাসের হারও নিম্নগামী
- মৃত ব্যক্তির আঙুলের ছাপ ব্যবহার করে অভিনব জালিয়াতি
- মানসিক চাপ ও উদ্বেগ কমাতে ৭টি প্রাকৃতিক টনিক
- এনসিপিকে শাপলা প্রতীক দেয়ার সুযোগ নেই : ইসি আনোয়ারুল
- বসুন্ধরা সিটিতে ইয়োসো বাংলাদেশের ষষ্ঠ আউটলেটের বর্ণিল উদ্বোধন
- বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল : ডা. জাহিদ
- দেশ মহাসংকটের দিকে এগুচ্ছে: এম. এ. মতিন
- শিয়ালবাড়ির সেই গুদামে প্রাণঘাতী মাত্রায় হাইড্রোজেন সালফাইড গ্যাস
- ইনসাফ প্রতিষ্ঠায় শ্রমিকদের ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকতে হবে: শফিকুর রহমান
- জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে এনসিপি থাকলে ভালো লাগত : আসিফ নজরুল
- হজের নিবন্ধন : কিছু ব্যাংক খোলা থাকবে শনিবার
- দক্ষিণ কোরিয়ার জনপ্রিয় লেখক বেক সে-হি মারা গেলেন, কিন্তু বাঁচালেন পাঁচজনকে
বিশাল ব্যবধানে জয়ের রেকর্ড
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর