অভিষেকেই আলো ছড়িয়েছেন তৌহিদ হৃদয়। দারুণ ব্যাটিং করেছেন। বিশ্বরেকর্ডের হাতছানি ছিল। কিন্তু মনঃসংযোগে সামান্য বিচ্যুতি ঘটায় পারেননি। ৮ রানের আক্ষেপে পুড়ে হতাশার কালো চাদরে ঢাকা পড়েছেন তৌহিদ। ২২ বছর বয়সী তরুণের হতাশার রাতে রেকর্ড বুকে নাম লিখেছেন সাকিব আল হাসান। বিশ্বসেরা অলরাউন্ডারের রেকর্ড গড়ার ম্যাচে বাংলাদেশ ১৮৩ রানে হারিয়েছে আয়ারল্যান্ডকে। ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটাই সবচেয়ে বড় জয় বাংলাদেশের। আগের রেকর্ড ছিল জিম্বাবুয়ের বিপক্ষে। ২০২০ সালে সিলেটেই বাংলাদেশ জিতেছিল ১৬৯ রানে। এই জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেছে তামিম ইকবালের বাংলাদেশ। আগামী সিরিজের দ্বিতীয় ওয়ানডে এবং ২৩ মার্চ তৃতীয় ও শেষ ওয়ানডে। ৩৩৯ রানের জবাবে আয়ারল্যান্ড গুটিয়ে যায় ৩০.৫ ওভারে ১৫৫ রানে। ৭ হাজারি ক্লাবে নাম লেখানোর হাতছানি ছিল সাকিব ও মুশফিকুর রহিমের। বিশ্বসেরা অলরাউন্ডার নতুন মাইলফলক গড়েছেন। কিন্তু অপেক্ষায় থাকতে হচ্ছে মুশফিককে। তামিম ইকবালের পর দ্বিতীয় টাইগার ক্রিকেটার হিসেবে ৭ হাজারি ক্লাবে নাম লিখতে সাকিবের দরকার ছিল মাত্র ২৪ রান। ইনিংসের ২০ নম্বর ওভারে কার্টিস ক্যা¤ফারকে মিড অফে ঠেলেই রেকর্ড বইয়ে নাম লিখেন সাকিব। একই সঙ্গে সনৎ জয়সুরিয়া ও শহিদ আফ্রিদীর পর তৃতীয় ক্রিকেটার হিসেবে ৭ হাজার রান ও ৩০০ উইকেট নেওয়ার বিরল ক্লাবে নাম লেখান। শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক জয়সুরিয়া ৪৪৫ ম্যাচে ১৩৪৩০ রান ও ৩২৩ উইকেট নিয়েছেন। পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অলরাউন্ডার আফ্রিদী ৩৯৮ ম্যাচে ৮০৬৪ রান ও ৩৯৫ উইকেট নিয়েছেন। ৮৯ বলে ৯ চারে ৯৩ রানের ইনিংস খেলা শেষে সাকিবের প্রোফাইল ২২৮ ম্যাচে ৩৮ গড়ে ৭০৬৯ রান ও ৩০০ উইকেট নিয়েছেন। মুশফিকের রান ৬৯৪৫ রান ২৪২ ম্যাচে। তৌহিদ হৃদয়ের অভিষেক হয়। গতকাল ৯২ রানের ঝলমলে ইনিংস খেলেন ৮৫ বলে ৮ চার ও ২ ছক্কায়। গ্রাহাম হিউমের ইনকাটে স্ট্র্ইেট ব্যাটিং করলে বলটি মিড অফে যেত। কিন্তু হৃদয় মিড উইকেটে খেলার চেষ্টা করেন। বলের লাইন মিস করে বোল্ড হন। ফলে অভিষেকেই ৪ নম্বরে সেঞ্চুরির রেকর্ড গড়তে পারেননি হৃদয়। দুজনের হাফসেঞ্চুরিতে বাংলাদেশ সংগ্রহ করে ৫০ ওভারে ৮ উইকেটে ৩৩৮ রান। যা আয়ারল্যান্ডের বিপক্ষে সর্বোচ্চ স্কোর। আগের সর্বোচ্চ ছিল ২০১৯ সালে ডাবলিনে ৪ উইকেটে ২৯৪ রান। টাইগার ক্রিকেটারদের মধ্যে অভিষেকে সর্বোচ্চ রান হৃদয়ের, ৯২। এর আগে অভিষেকে হাফসেঞ্চুরির ইনিংস ছিল ফরহাদ রেজা ও নাসির হোসেনের। ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে ৬ নম্বরে নেমে ফরহাদ রেজা করেছিলেন ৫০ রান এবং ২০১১ সালে জিম্বাবুয়ের বিপক্ষেই ৮ নম্বরে নেমে নাসির হোসেন করেছিলেন ৬৩। সফরকারীদের ৩০.৫ ওভারে ১৫৫ রানে গুটিয়ে দিতে দারুণ বোলিং করেন ইবাদত হোসেন। ৪২ রানের খরচে নেন ৪ উইকেট, নাসুম ৩টি, তাসকিন আহমেদ ২টি ও এক উইকেট নেন সাকিব।
শিরোনাম
- সাড়ে ৯ ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহে ট্রেন চলাচল স্বাভাবিক
- নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে খালেদা জিয়া
- সাদিয়া আয়মানের অভিনয়ে মুগ্ধ অনিরুদ্ধ রায়
- গাইবান্ধা কারাগারে অসুস্থ হয়ে আওয়ামী লীগ নেতার মৃত্যু
- আদাবরের শীর্ষ ছিনতাইকারী ‘চোরা রুবেল’ গ্রেপ্তার
- জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স প্রথম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
- শিক্ষার্থীদের বাড়ি পৌঁছে দিতে বিভাগীয় শহরে বাস দিল জবি
- ভূমিকম্প অনিশ্চিত তাই বিদ্যালয় বন্ধের সুযোগ নেই: প্রাথমিক শিক্ষা উপদেষ্টা
- ঢাকা মেডিকেলে একাডেমিক কার্যক্রম আগামী ২৯ নভেম্বর পর্যন্ত বন্ধ
- বাগেরহাটে ৩ বান্ধবীকে শ্লীলতাহানি ও একজনকে ধর্ষণের অভিযোগে মামলা
- হাসিনা-কামালকে ফেরাতে ভারতকে চিঠি দেওয়া হয়েছে : পররাষ্ট্র উপদেষ্টা
- পুণ্ড্র ইউনিভার্সিটিতে বিবিএ কার্নিভাল-৩ অনুষ্ঠিত
- নভেম্বরের ২২ দিনে রেমিট্যান্স এলো ২১৩ কোটি ডলার
- ফ্যাসিজম সহ্য করা হবে না, নিজেরাও ফ্যাসিষ্ট হবো না: তানিয়া রব
- বন্ধ কারখানা চালুর দাবিতে শ্রমিকদের মানববন্ধন
- ৮১ দেশি পর্যবেক্ষকের সঙ্গে ইসির সংলাপ ২৫ নভেম্বর
- ‘ফ্যামিলি ম্যান থ্রি’: মনোজ নয়, জয়দীপের সিজন?
- টিকটক ইউজারদের জন্য চালু হলো টাইম অ্যান্ড ওয়েল-বিয়িং ফিচার
- পটুয়াখালীতে হত্যা মামলার আসামিদের গ্রেপ্তার দাবিতে মানববন্ধন
- বাংলাদেশের কাল ব্রুনাই চ্যালেঞ্জ