আগামীকাল ২৬ মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। সর্বস্তরের মানুষের শ্রদ্ধা আর ভালোবাসায় এদিন সিক্ত হবে সাভারের জাতীয় স্মৃতিসৌধ। এ জন্য এরই মধ্যে স্মৃতিসৌধকে পুরো প্রস্তুত করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, দিবসটি উপলক্ষে গণপূর্ত বিভাগের কর্মীরা মাসব্যাপী অক্লান্ত পরিশ্রম করে সৌধ প্রাঙ্গণকে সাজিয়েছেন নতুন রূপে। নানা রঙের বাহারি ফুলের চাদরে ঢেকে ফেলা হয়েছে সবুজ চত্বর। চত্বরের সিঁড়ি ও নানা স্থাপনায় পড়েছে রংতুলির আঁচড়। নিরাপত্তার জন্য নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। উচ্চমাত্রার সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ পুলিশ কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির পাশাপাশি সৌধ এলাকায় তিন স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। গণপূর্ত অধিদফতরের উপসহকারী প্রকৌশলী মিজানুর রহমান বলেন, স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ দেশ-বিদেশের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের শ্রদ্ধা নিবেদনকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে স্মৃতিসৌধ এলাকার নিরাপত্তা ব্যবস্থা এরই মধ্যে জোরদার করা হয়েছে। গণপূর্ত বিভাগের পক্ষ থেকে জাতীয় স্মৃতিসৌধকে দীর্ঘ প্রায় এক মাস ধরে ধুয়ে-মুছে, রংতুলির আঁচড়ে রং-বেরঙের ফুল দিয়ে সাজানো হয়েছে। গত ২২ মার্চ থেকে স্মৃতিসৌধে দর্শনার্থীসহ জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে এখানকার পুলিশ ও আনসার ক্যাম্পকে সর্বোচ্চ সতর্কতামূলক অবস্থানে রাখা হয়েছে।