বুধবার, ৫ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

পুলিশ সদর দফতর ব্যারাকেও আগুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ আগুনের ঘটনায় ফায়ার সার্ভিসের পাশাপাশি সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীও। এ আগুন মার্কেট থেকে ছড়িয়ে পড়ে পুলিশের একটি ব্যারাক পুড়ে গেছে। আগুনের কারণে পাওয়ার ব্যাকআপ না থাকায় জাতীয় জরুরি সেবা ৯৯৯ তাৎক্ষণিক বন্ধ করে দেওয়া হয়। প্রায় সাড়ে ৭ ঘণ্টা পর সন্ধ্যায় ফের এ সেবা চালু হয়েছে। গতকাল আগুন নিয়ন্ত্রণের পর বিকাল সোয়া ৩টায় সার্বিক পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। তিনি বলেন, ভোরবেলা আগুনের খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে ছুটে এসেছি। পৌনে ৭টার মধ্যে সব সিনিয়র অফিসাররা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে যোগ দেন। আমরা রাজারবাগ থেকে পাঁচটা ওয়াটার ক্যানন এনে ফায়ার সার্ভিসের সঙ্গে কাজ শুরু করি। আমাদের ওয়াটার রিজার্ভার থেকে প্রায় ২ লাখ লিটার পানি দিয়েছি। আমাদের প্রায় ২ হাজার ফোর্স এ এলাকায় দায়িত্ব পালন করেন। ফায়ার সার্ভিসের কর্মীরা অত্যন্ত পরিশ্রম করেছেন। র‌্যাব-বিজিবিসহ তিন বাহিনীর সদস্যরা একযোগে দায়িত্ব পালন করেছেন।

আইজিপি বলেন, আমাদের একটি ব্যারাকে আগুন লেগেছে। আমাদের সব সদস্যরা নিরাপদে বের হতে পেরেছেন, তবে কোনো মালামাল বের করতে পারেননি তারা। ডকুমেন্টস ও কী কী মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে, তা খতিয়ে দেখতে হবে।

সর্বশেষ খবর