দ্বিতীয় দিনেই বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাকিবরা। মনে হচ্ছিল তৃতীয় দিনের প্রথম কিংবা দ্বিতীয় সেশনে ইনিংস ব্যবধানে টেস্ট জিতে নেবে টাইগাররা। কিন্তু তৃতীয় দিন সাকিব বাহিনীর সাঁড়াশি বোলিং আক্রমণ সামলে নিয়ে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। দারুণ প্রতিরোধ গড়ে তোলেন হ্যারি টেক্টর, লরকান টাকার ও এন্ডি ম্যাকব্রাইন। টাকারের সেঞ্চুরি এবং টেক্টর ও ম্যাকব্রাইনের জোড়া হাফসেঞ্চুরিতে সফরকারীরা টেস্ট টেনে নিয়ে যান চতুর্থ দিনে। তিন আইরিশ ক্রিকেটারের প্রতিরোধে ম্যাচের সময়কাল দীর্ঘতর হলেও হার এড়াতে পারেনি। গতকাল দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং, তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে সাকিব বাহিনী টেস্টটি জিতে নেয় ৭ উইকেটে। ২০২৩ সালে এই প্রথম টেস্ট খেলল টাইগাররা। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটিও স্মরণীয় করে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। যদিও প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০২২ সালও বাংলাদেশ শুরু করেছিল মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় দিয়ে। আগের দিন টাকারের ১০৮, টেক্টরের ৫৬ ও ম্যাকব্রাইনের অপরাজিত ৭১ রানে ভর করে অয়ারল্যান্ড দিন শেষ করে ৮ উইকেটে ২৮৬ রান তুলে। গতকাল স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করে সফরকারীরা। উইকেট দুটি তুলে নেন ডান হাতি ফাস্ট বোলার ইবাদত হোসেন। স্বাগতিকদের টার্গেট দেয় ১৩৮ রানের। তামিম ইকবালের ৩১, লিটন দাসের ১৭ বলে ২৩ রান, মুশফিকুর রহিমের অপরাজিত ৫১ ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের অপরাজিত ২০ রানে ভর করে ২৭.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২০৯ এবং ৩ ম্যাচ টি-২০ সিরিজ বাংলাদেশ জিতে নেয় ২-১ ব্যবধানে। ১৪৬ বছরের ক্রিকেট ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। আয়ারল্যান্ড ছাড়া বাকি ১০ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অভিষেক টেস্টে হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। এই প্রথম কোনো দেশের বিপক্ষে টেস্ট অভিষেকে জিতল টাইগাররা। ২০০০ সালে ভারতের কাছে ৯ উইকেটে, ২০০১ সালে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে, ২০০১ সালে পাকিস্তানের কাছে ইনিংস ও ২৬৪ রানে, ২০০১ সালে শ্রীলঙ্কার ইনিংস ও ১৩৭ রানে, ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে, ২০০২ সালে ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১০৭ রানে, ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ৩১০ রানে, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানে, ২০০৩ সালে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে এবং ২০১৯ সালে আফগানিস্তানের কাছে হেরেছে ২৬৪ রানে। আয়ারল্যান্ডকে হারিয়েছে সাড়ে ৩ দিনে ৭ উইকেটে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সাড়ে তিন বছর পর দেশে টেস্ট জিতল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর