দ্বিতীয় দিনেই বিধ্বংসী বোলিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন সাকিবরা। মনে হচ্ছিল তৃতীয় দিনের প্রথম কিংবা দ্বিতীয় সেশনে ইনিংস ব্যবধানে টেস্ট জিতে নেবে টাইগাররা। কিন্তু তৃতীয় দিন সাকিব বাহিনীর সাঁড়াশি বোলিং আক্রমণ সামলে নিয়ে ঘুরে দাঁড়ায় আয়ারল্যান্ড। দারুণ প্রতিরোধ গড়ে তোলেন হ্যারি টেক্টর, লরকান টাকার ও এন্ডি ম্যাকব্রাইন। টাকারের সেঞ্চুরি এবং টেক্টর ও ম্যাকব্রাইনের জোড়া হাফসেঞ্চুরিতে সফরকারীরা টেস্ট টেনে নিয়ে যান চতুর্থ দিনে। তিন আইরিশ ক্রিকেটারের প্রতিরোধে ম্যাচের সময়কাল দীর্ঘতর হলেও হার এড়াতে পারেনি। গতকাল দিনের দ্বিতীয় সেশনেই জয় তুলে নেয় বাংলাদেশ। মুশফিকুর রহিমের অসাধারণ ব্যাটিং, তাইজুল ইসলামের দুর্দান্ত বোলিংয়ে সাকিব বাহিনী টেস্টটি জিতে নেয় ৭ উইকেটে। ২০২৩ সালে এই প্রথম টেস্ট খেলল টাইগাররা। শুধু তাই নয়, আয়ারল্যান্ডের বিপক্ষে টেস্ট অভিষেকটিও স্মরণীয় করে নেয় বাংলাদেশ। প্রথম ইনিংসে ১২৬ ও দ্বিতীয় ইনিংসে অপরাজিত ৫১ রান করে ম্যাচসেরা হয়েছেন মুশফিকুর রহিম। যদিও প্রথম ইনিংসে ৫ উইকেট এবং দ্বিতীয় ইনিংসে ৪ উইকেট নিয়েছিলেন বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০২২ সালও বাংলাদেশ শুরু করেছিল মাউন্ট মঙ্গানুইয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট জয় দিয়ে। আগের দিন টাকারের ১০৮, টেক্টরের ৫৬ ও ম্যাকব্রাইনের অপরাজিত ৭১ রানে ভর করে অয়ারল্যান্ড দিন শেষ করে ৮ উইকেটে ২৮৬ রান তুলে। গতকাল স্কোর বোর্ডে মাত্র ৬ রান যোগ করে সফরকারীরা। উইকেট দুটি তুলে নেন ডান হাতি ফাস্ট বোলার ইবাদত হোসেন। স্বাগতিকদের টার্গেট দেয় ১৩৮ রানের। তামিম ইকবালের ৩১, লিটন দাসের ১৭ বলে ২৩ রান, মুশফিকুর রহিমের অপরাজিত ৫১ ও সাবেক অধিনায়ক মুমিনুল হকের অপরাজিত ২০ রানে ভর করে ২৭.১ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২০৯ এবং ৩ ম্যাচ টি-২০ সিরিজ বাংলাদেশ জিতে নেয় ২-১ ব্যবধানে। ১৪৬ বছরের ক্রিকেট ইতিহাসে টেস্ট খেলুড়ে দেশের সংখ্যা ১২টি। আয়ারল্যান্ড ছাড়া বাকি ১০ টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে অভিষেক টেস্টে হারের তিক্ত স্বাদ নিয়েছে বাংলাদেশ। এই প্রথম কোনো দেশের বিপক্ষে টেস্ট অভিষেকে জিতল টাইগাররা। ২০০০ সালে ভারতের কাছে ৯ উইকেটে, ২০০১ সালে জিম্বাবুয়ের কাছে ইনিংস ও ৩২ রানে, ২০০১ সালে পাকিস্তানের কাছে ইনিংস ও ২৬৪ রানে, ২০০১ সালে শ্রীলঙ্কার ইনিংস ও ১৩৭ রানে, ২০০১ সালে হ্যামিল্টনে নিউজিল্যান্ডের কাছে ইনিংস ও ৫২ রানে, ২০০২ সালে ইস্ট লন্ডনে দক্ষিণ আফ্রিকার কাছে ইনিংস ও ১০৭ রানে, ২০০২ সালে ওয়েস্ট ইন্ডিজের কাছে ইনিংস ও ৩১০ রানে, ২০০৩ সালে অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১৩২ রানে, ২০০৩ সালে ইংল্যান্ডের কাছে ৭ উইকেটে এবং ২০১৯ সালে আফগানিস্তানের কাছে হেরেছে ২৬৪ রানে। আয়ারল্যান্ডকে হারিয়েছে সাড়ে ৩ দিনে ৭ উইকেটে।
শিরোনাম
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া
- রাশিয়া-ইউক্রেন যুদ্ধ: মার্কিন শান্তি প্রস্তাব মানবে না ইউরোপ
- ইন্দোনেশিয়ায় আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের পর শত শত মানুষ আশ্রয়কেন্দ্রে
- লঙ্কানদের বিপক্ষে দাপুটে জয় পেল জিম্বাবুয়ে
- আজ সেনাকুঞ্জে যাচ্ছেন বেগম খালেদা জিয়া
- বিভিন্ন মন্ত্রণালয়-বিভাগের প্রধানদের সঙ্গে ইসির সভা ৩০ নভেম্বর
- ইসির ৯ কর্মকর্তাকে বদলি-পদায়ন
- জাতির গর্বিত প্রতিষ্ঠান সশস্ত্র বাহিনী: তারেক রহমান
- জাতিসংঘের কপ-৩০ জলবায়ু সম্মেলন ভেন্যুতে ভয়াবহ আগুন
- দেশের বাজারে কমলো স্বর্ণের দাম
- তরুণরাই গড়বে সুন্দর বাংলাদেশ: ইসরাফিল খসরু
- রুশ গোয়েন্দা জাহাজ থেকে লেজার নিক্ষেপ, যুক্তরাজ্যের কড়া হুঁশিয়ারি
- নেত্রকোনায় ভুয়া এমবিবিএস ডাক্তার আটক, ৭ দিনের কারাদণ্ড
- ফটিকছড়ি প্রেস ক্লাবের নতুন কার্যালয় উদ্বোধন
- সীমান্তে কোটি টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি
- তারেক রহমান প্রধানমন্ত্রী হলে নারীর নিরাপত্তা উন্নত হবে: শামা ওবায়েদ
সাড়ে তিন বছর পর দেশে টেস্ট জিতল বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
টপিক
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর