রবিবার, ১৬ এপ্রিল, ২০২৩ ০০:০০ টা

নাশকতা কি না খতিয়ে দেখতে হবে

নিজস্ব প্রতিবেদক

নাশকতা কি না খতিয়ে দেখতে হবে

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের মহাপরিচালক (ডিজি) ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন বলেছেন, একের পর এক আগুন লাগার ঘটনা ঘটছে। ঈদের আগ মুহূর্তে এসব অগ্নিকান্ডে ক্ষতির পরিমাণ অনেক বেশি। এ সময় বারবার এসব ঘটনার পেছনে কোনো নাশকতা রয়েছে কিনা তা গোয়েন্দা সংস্থাকে খতিয়ে দেখার অনুরোধ করেন তিনি। নিউমার্কেটে গতকাল সকাল সোয়া ১০ টায় সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি। সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ফায়ার সার্ভিস ডিজি বলেন, আমরা আপনাদের জন্য ঝুঁকি নিয়ে কাজ করছি। একের পর এক ঘটনা ঘটছে। আমি গোয়েন্দা সংস্থাকে আহ্বান করব কোনো নাশকতা রয়েছে কি না তা খতিয়ে দেখার জন্য। ফায়ার সার্ভিস ডিজি বলেন, নিউমার্কেটের তিন তলায় আগুন লেগেছে। ফায়ার সার্ভিস, পুলিশ, র‌্যাব, সেনাবাহিনী, বিমানবাহিনী, বিজিবির সদস্যরা কাজ করছে আগুন নিয়ন্ত্রণে। এখানে আগুন কেন লেগেছে তা আমরা এখনো জানি না।

 

সর্বশেষ খবর