ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনের ‘গভর্ন্যান্স অ্যান্ড পলিটিক্যাল টিমের’ প্রধান (রাজনৈতিক কর্মকর্তা) টম বার্গের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির নেতারা। গতকাল রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী জাতীয় নির্বাচন ও দেশের রাজনৈতিক অবস্থাসহ সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। দলের চেয়ারপারসনের কার্যালয় ও বৈঠক সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। বেলা ১১টা ১০ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয়ে টম বার্গের সঙ্গে বৈঠক শুরু হয়। এতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও দলের সাংগঠনিক সম্পাদক এবং আন্তর্জাতিক কমিটির সদস্য শামা ওবায়েদ অংশ নেন। বেলা পৌনে ১২টায় বৈঠক শেষ হয়। ৩৫ মিনিটের এই বৈঠকে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে আগামী জাতীয় নির্বাচনের বিষয়ে বিএনপির অবস্থান পরিষ্কার করে নেতারা বলেছেন, তারা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার সরকারের অধীনে কোনো নির্বাচনে অংশ নেবেন না। কারণ এই সরকারের অধীনে কখনো কোনো সুষ্ঠু নির্বাচন হওয়ার সম্ভাবনা নেই। বিগত ২০১৪ এবং ২০১৮ সালের দুটি জাতীয় নির্বাচনের মাধ্যমেই তা প্রমাণিত হয়েছে। এ জন্য তারা নির্বাচনকালীন নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করছেন। যা এখন জাতীয় দাবিতে পরিণত হয়েছে বলে উল্লেখ করে বাংলাদেশে আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, অংশগ্রহণমূলক ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে গণতন্ত্র প্রতিষ্ঠার ক্ষেত্রে ব্রিটিশ সরকারের সহযোগিতা কামনা করা হয়। এর আগে ৮ মে সোমবার দুপুরে বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক গোয়েন লুইসের সঙ্গে বৈঠক করেন বিএনপির একটি প্রতিনিধি দল।
শিরোনাম
- সিরাজগঞ্জে ডিবি হেফাজতে সন্দেহভাজন আসামির মৃত্যু
- ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তা দিচ্ছে সরকার
- গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত
- ক্যান্সার আক্রান্তদের পাশে রোটারী
- গণভোটের প্রস্তুতি নিতে ইসিকে সরকারের চিঠি
- দেশের উন্নয়নে অঙ্গীকারবদ্ধ হতে হবে: অর্থ উপদেষ্টা
- কুমিল্লায় অভিযান চলাকালে পুলিশের ওপর হামলা
- স্টার্কের ডেলিভারিতে দগ্ধ ইংল্যান্ড, হেডের ব্যাটে লেখা জয়গাথা
- বাজি ধরে না চিবিয়ে পুরো বার্গার গেলার চেষ্টা, যুবকের করুণ মৃত্যু
- অ্যাশেজে মাত্র দুই দিনেই ইংল্যান্ডকে গুঁড়িয়ে দিল অস্ট্রেলিয়া
- ‘আমার বিজয় এমনভাবে হবে, ধারে কাছেও কেউ আসতে পারবে না’
- ফেব্রুয়ারিতে সর্বমহলে গ্রহণযোগ্য একটি নির্বাচন হবে: ধর্ম উপদেষ্টা
- মোহাম্মদপুরে পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ১৩
- বিশ্বে ভূ-রাজনৈতিক পুনর্গঠনে ‘সঠিক পথ’ বেছে নেবে বাংলাদেশ : পররাষ্ট্র উপদেষ্টা
- রংপুরে সাংবাদিকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়
- ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বাণিজ্য উপদেষ্টার সাক্ষাৎ
- বাস–ইজিবাইক মুখোমুখি সংঘর্ষ, একই পরিবারের চারজন নিহত
- বোলিং পিচে হেডের ঝড়, ইতিহাস গড়ে সেঞ্চুরি
- বরগুনায় ৪ ভুয়া চিকিৎসক আটক
- সাকিবকে টপকে দেশের সর্বোচ্চ উইকেট শিকারি তাইজুল