শুক্রবার, ১৯ মে, ২০২৩ ০০:০০ টা

কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র

প্রতিদিন ডেস্ক

কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র

ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র হামলায় বিধ্বস্ত একটি কারখানা -এএফপি

ইউক্রেনের রাজধানী কিয়েভে দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। প্রায় ৩০টি ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে বলে জনানো হয়েছে। এ নিয়ে চলতি মাসে কিয়েভে নয়বার হামলা চালাল রুশ সেনারা। সূত্র : আল জাজিরা, বিবিসি। অন্যদিকে কিয়েভ কর্তৃপক্ষ জানিয়েছে, তারা প্রায় সব রুশ ক্ষেপণাস্ত্রই প্রতিহত করতে সক্ষম হয়েছে। তবে ক্ষেপণাস্ত্রে ধ্বংসাবশেষের কারণে দুই জেলায় কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। কর্মকর্তারা আরও জানিয়েছেন, কৃষ্ণসাগরের ওডিসা বন্দরে একটি ক্ষেপণাস্ত্র হামলায় একজন নিহত এবং আরও দুজন আহত হয়েছেন।

এ ছাড়া মধ্য-পশ্চিমাঞ্চলীয় ভিনিতসিয়া, খেমেলনিতৎস্কি এবং ঝিতোমির অঞ্চলেও ভয়াবহ বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এ ছাড়া ইউক্রেনের বিমান বাহিনী এক বিবৃতিতে দাবি করা হয়েছে, রাশিয়া বুধবার দিনগত এক রাতেই ৩০টি ক্ষেপণাস্ত্র দিয়ে হামলা চালিয়েছে। এর মধ্যে ২৯টিই প্রতিহত করা সম্ভব হয়েছে। তারা ১৮টি ক্ষেপণাস্ত্র গুলি করে ভূপাতিত করেছে। এর মধ্যে ছয়টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্র। কিয়েভের মেয়র ভিতালি ক্লিতশকো জানিয়েছেন, দারনিতসিয়া এলাকায় একটি গ্যারেজে হামলার কারণে আগুন লাগলেও কোনো হতাহতের ঘটনা ঘটেনি। কিয়েভের সামরিক প্রশাসনের প্রধান জানান, কাস্পিয়ান সাগর এলাকা থেকে রাশিয়া ভারী ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। তার দাবি, এ হামলায় ক্রুজ ক্ষেপণাস্ত্রও ব্যবহার করেছে রাশিয়া।

সর্বশেষ খবর