বৃহস্পতিবার, ১ জুন, ২০২৩ ০০:০০ টা

বাংলাদেশি শিশুকে চীনা প্রেসিডেন্টের চিঠি

প্রতিদিন ডেস্ক

বাংলাদেশি শিশুকে চীনা প্রেসিডেন্টের চিঠি

বাংলাদেশের মেয়ে আলিফা চীন চীনা প্রেসিডেন্টের কাছে লেখা চিঠির উত্তর পেয়েছে। এ চিঠির উত্তর পাঠিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিন পিং। বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসে গত ২৯ মে আয়োজিত এক অনুষ্ঠানে দেশটির উপ-পররাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে এই চিঠির উত্তর পড়ে শোনান বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ সময় চীন ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক এই সম্পর্ক বলেও উল্লেখ করা হয়। সূত্র : চীনা দূতাবাস ও সি আর এল অনলাইন। ২৯ মে ছিল আলিফা চীনের জন্য একটি বিশেষ দিন। কারণ প্রেসিডেন্ট শি জিন পিংকে দেওয়া আলিফা চীনের চিঠির উত্তর পড়ে শোনানো হয় এদিন। চিঠির জবাবে বলা হয়, মেয়েটির নাম চীন রাখার মধ্য দিয়ে চীন বাংলাদেশ সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হয়েছে। বাংলাদেশ চীনের ভালো বন্ধু ভালো প্রতিবেশী। চীন ও বাংলাদেশের বন্ধুত্বের প্রতীক এই সম্পর্ক। জবাবে চীনা প্রেসিডেন্ট শি জিন পিং আলিফাকে লেখেন, ‘তুমি চীন বাংলাদেশের বন্ধুত্বের দূত হতে চাও, তোমার চীনা মায়ের মতো ডাক্তার হতে চাও। এসব জানতে পেরে খুশি হলাম। আমি আশা রাখি, ভালো পড়াশোনা করে তুমি তোমার স্বপ্ন পূরণ করতে পারবে। তোমাকে চীনে স্বাগতম।’ শত ব্যস্ততা সত্ত্বেও প্রেসিডেন্ট শি জিন পিং আলিফা চীনের চিঠির উত্তর দিয়েছেন উল্লেখ করে চীনের উপ পররাষ্ট্রমন্ত্রী সুন ওয়েইতোং বলেন, এ থেকে বোঝা যায় প্রেসিডেন্ট শি বাংলাদেশ ও চীনকে অনেক গুরুত্ব দেন।

সর্বশেষ খবর