ক্ষমতাসীন আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন বলেছেন, বর্তমান সরকারের নেতৃত্বে বাংলাদেশে উন্নয়ন হচ্ছে। আমাদের দেশ এখন সব দিক দিয়ে স্বয়ংসম্পূর্ণ। দেশে শিশু মৃত্যুর হার কমেছে। এগুলো আমাদের অগ্রগতি। এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এ উন্নয়ন উইপোকা খেয়ে ফেলছে। এই উইপোকা হচ্ছে, অর্থ পাচারকারী, ব্যাংক লুটপাটকারী, ঋণখেলাপি। দেশের সম্পদ মুষ্টিমেয় লোকের কাছে কেন্দ্রীভূত হয়েছে। এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে। শুক্রবার বিকালে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। সাবেক বেসামরিক বিমান ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেন, বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে অনেক সাফল্য এসেছে। বিগত কয়েক বছরে আমাদের দেশের অর্থনীতি অনেক এগিয়েছে। অর্থনীতির চাকা সচলের পেছনে অন্যতম কারিগর আমাদের দেশের মেহনতি শ্রমিক, কৃষক, গার্মেন্ট শ্রমিক, প্রবাসী শ্রমিকরা। প্রধানমন্ত্রী দেশকে সঠিকভাবে পরিচালনা করছেন বলেই কাক্সিক্ষত দেশ গঠনের দিকে এগিয়ে যাচ্ছি। কিন্তু মুষ্টিমেয় লোক যেসব সম্পদ উপার্জন করেছে, সেগুলো দুর্নীতি, ঋণখেলাপি ও বিদেশে অর্থ পাচারের মাধ্যমে অর্জন করেছে। আমরা সরকারে থেকেই এদের বিরুদ্ধে সোচ্চার ছিলাম, এখনো আছি। আমরা বারবার বলছি, দুর্নীতিবাজ, ব্যাংক ডাকাত ঋণখেলাপি, অর্থ পাচারকারীদের বিরুদ্ধে সরকারকে কঠোর হতে হবে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা গ্রহণ করতে হবে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে নৌকা নিয়ে নির্বাচিত ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেননের কাছে প্রশ্ন ছিল আগামীতে কোন প্রতীক নিয়ে ভোট করবেন? জবাবে তিনি বলেন, আমরা চাই দলীয় প্রতীক নিয়ে ভোট করতে। কিন্তু সংসদ নির্বাচনের সময় জোটের প্রতীক কোনটা হবে- সেটি আলাপ-আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে। নৌকা হলে নৌকা নিয়েই ভোট করব। আর যার যার দলের প্রতীক নিয়ে করার প্রয়োজনীয়তা দেখা দিলে সেটার জন্যও প্রস্তুত। সময়ই বলে দেবে- কোন প্রতীক নিয়ে ভোট করব। তাহলে কি জোট ছাড়া ভোট করার প্রস্তুতি নিচ্ছেন? জবাবে সরকারের সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী রাশেদ খান মেনন বলেন, আমরা ১৪ দলভুক্ত হয়েই ভোট করব। আলাদা নির্বাচন করার কথা ভাবছি না। জোটের শরিক দলের নেতারা কেউ সরকারে নেই এবার- কী পেলেন- জবাবে ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, চাওয়া পাওয়ার জন্য তো জোট করিনি। জোট করেছিলাম কিছু নির্দিষ্ট এজেন্ডা সামনে রেখে। আমাদের লক্ষ্য ছিল অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমতাভিত্তিক উন্নয়নমূলক সমাজ গঠনের। যদিও জোটের শুরুতে বলা হয়েছিল, একসঙ্গে আন্দোলন, একসঙ্গে নির্বাচন, একসঙ্গে সরকার গঠন। এখন জোটের মূল দল (আওয়ামী লীগ) যদি মনে করে তারাই একাই যথেষ্ট- তাহলে সেটা তাদের ব্যাপার। আমরা রাজনীতির কারণে জোটভুক্ত হয়েছি। বর্তমান সরকারের সাড়ে চার বছর নিয়ে আপনার মূল্যায়ন কী জানতে চাইলে মেনন বলেন, সরকার পরিচালনায় সাফল্য যেমন আছে, ব্যর্থতাও আছে। উন্নয়ন অগ্রগতির পাশাপাশি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির লাগাম টেনে না ধরতে পারা সরকারের ব্যর্থতা। সাধারণ মানুষের কষ্ট হচ্ছে। এগুলো সরকারকে আমলে নিতে হবে। তিনি বলেন, এককভাবে দেশ পরিচালনা করায় কিছু সমস্যা দেখা যাচ্ছে। মানুষের বাস্তব সংকটগুলো সমাধানে গুরুত্ব দিতে হবে।
শিরোনাম
- তারেক রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে বুড়িচংয়ে দোয়া মাহফিল
- ধর্মের দোহাই দিয়ে টিকেট বিক্রি করে কাজ হবে না: তানিয়া রব
- জবিতেও ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে রবিবার
- সোনারগাঁয়ে বিএনপির মনোনীত প্রার্থী মান্নানের সম্প্রীতি সমাবেশ
- ভূমিকম্প: ঢাবিতে রবিবারের ক্লাস-পরীক্ষা স্থগিত
- নোয়াখালীতে প্রয়াত ১০৯ বিএনপি নেতাকর্মীর পরিবারকে ক্রেস্ট ও সংবর্ধনা
- তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: দুলু
- ভূমিকম্পে নিহত শিশুর শেষ বিদায়ে পাশে থাকতে পারেননি বাবা-মা
- বিএনপি ক্ষমতায় থাকলে নারীরা সুরক্ষিত থাকে: শামা ওবায়েদ
- নরসিংদীর মাধবদী কীভাবে শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রে পরিণত হলো?
- 'তারেক রহমান প্রধানমন্ত্রী হলে প্রতিটি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড দেওয়া হবে'
- মুস্তাফিজকে আবারও দলে নিলো ক্যাপিটালস
- বাগেরহাটে কবি হিমেল বরকতের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালিত
- ঢাকায় ভূমিকম্পে নিহত বগুড়ার রাফিউলের দাফন সম্পন্ন
- ‘নির্বাচনকে নানাভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা চলছে’
- বিমান বাহিনীর খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরাধিকারীদের সংবর্ধনা
- বিক্রি হয়ে গেল দ্য টেলিগ্রাফ
- নারায়ণগঞ্জে বিএনপি প্রার্থীর উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্প অনুষ্ঠিত
- মিরসরাইয়ে বিজিবির অভিযানে ভারতীয় ৩১ গরু আটক
- শততম টেস্টে মুশফিকের বিরল রেকর্ড
সাক্ষাৎকারে রাশেদ খান মেনন
উইপোকারা খাচ্ছে উন্নয়ন
নিজস্ব প্রতিবেদক
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর