সোমবার, ৫ জুন, ২০২৩ ০০:০০ টা

মার্কিন রাষ্ট্রদূতের বাসায় জাপা নেতারা

নিজস্ব প্রতিবেদক

জাতীয় পার্টির চেয়ারম্যান ও জাতীয় সংসদে বিরোধী দলের উপনেতা জি এম কাদের ও ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস বৈঠক করেছেন। গতকাল বেলা ৩টায় গুলশানে মার্কিন রাষ্ট্রদূতের বাসায় প্রায় দুই ঘণ্টা স্থায়ী এ বৈঠক অনুষ্ঠিত হয়। বিকাল ৪টা ৫৫ মিনিটে শেষ হওয়া বৈঠকে জাপা চেয়ারম্যানের বিশেষ দূত মাসরুর মওলা উপস্থিত ছিলেন। বৈঠক প্রসঙ্গে জানতে চাইলে জি এম কাদের কোনো মন্তব্য করতে রাজি হননি।

ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে : এদিকে গতকাল সকালে জাতীয় পার্টির বনানী কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে জি এম কাদের বলেছেন, আমেরিকার ভিসানীতি সুষ্ঠু নির্বাচনের জন্য সহায়ক হবে। যারা এই নীতি ঘোষণা করেছেন তারা কতটা কার্যকর করেন তার ওপর নির্ভর করবে সবকিছু। জাপা চেয়ারম্যান বলেন, সবকিছুই আওয়ামী লীগ প্লাস বা সেই দলের নেতাদের নিয়ন্ত্রণে। সেখানে সুষ্ঠু নির্বাচন সম্ভব হবে না। তাদের ইচ্ছার বিরুদ্ধে নির্বাচনে ফলাফল অসম্ভব এবং তারা কখনোই পরাজিত হতে চাইবে না। তিনি বলেন, আওয়ামী লীগ প্লাসের বাইরে বের হতে না পারলে দেশে সঠিক রাজনীতি সম্ভব হবে না।

সর্বশেষ খবর