ভারত বলেছে, সে মনে করে বিদেশি কিছু রাষ্ট্রের হস্তক্ষেপ বাংলাদেশের আসন্ন সাধারণ নির্বাচনে কোনো প্রভাব ফেলবে না। ভারতের পররাষ্ট্রমন্ত্রী জওহরভবনে মোদি সরকারের নয় বছরের সাফল্যের খতিয়ান প্রকাশ শেষে শীর্ষস্তরের কর্মকর্তা ও সাংবাদিকদের সঙ্গে ঘরোয়া আলাপচারিতার সময় বাংলাদেশের নির্বাচন নিয়ে জানতে চাইলে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারতের ঘোষিত নীতি হচ্ছে কোনো দেশের অভ্যন্তরীণ নির্বাচনে হস্তক্ষেপ না করা। বাংলাদেশের ক্ষেত্রেও তাই। তার কোনো পরিবর্তন নেই। বাংলাদেশের জনগণ ভোটের মাধ্যমে সিদ্ধান্ত নেবে তারা কোন ধরনের সরকার পছন্দ করবে। বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এই প্রথম মন্তব্য করল। সাফল্যের খতিয়ান প্রকাশ করার পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রমন্ত্রী জয়শংকর ভারতের পার্লামেন্টে অখন্ড ভারত মানচিত্র বিষয়ে সরকারি ব্যাখ্যা দেন। তিনি বলেন, এ মানচিত্রের সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। এটা সম্রাট অশোকের সময়ের মানচিত্র। ভারতের সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতিকৃতি। যেসব বন্ধু রাষ্ট্র এ বিষয়ে ব্যাখ্যা চাইবেন আমরা ব্যাখ্যা দিয়ে দেব। একমাত্র পাকিস্তানকে কোনো জবাব দেওয়া হবে না। তিনি বলেন, আমি এও শুনেছি বন্ধু রাষ্ট্ররা আমাদের অবস্থান বুঝতে পেরেছে। নয় বছরের মোদি শাসনকালের সাফল্যের খতিয়ান দিয়ে জয়শংকর বলেন, ভারত অনুসৃত ‘প্রতিবেশী প্রথম’ নীতির সাফল্যের অন্যতম প্রমাণ বাংলাদেশের সঙ্গে স্থলসীমান্ত চুক্তি সম্পাদন। এর ফলে উত্তর-পূর্ব ভারতের এক বিশাল আর্থিক সম্ভাবনা খুলে গেছে। বাংলাদেশের মধ্য দিয়ে যোগাযোগব্যবস্থা উত্তর-পূর্ব ভারতের ক্ষেত্রে কেবল আইনশৃঙ্খলায় স্থায়িত্ব এসেছে তাই নয়, আর্থিক যোগাযোগ বৃদ্ধি পেয়ে উভয় দেশের মানুষের লাভ হয়েছে। তিনি এও বলেন, বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারির কারণে ভারত এখন সমুদ্রবন্দর ব্যবহার করার সুযোগ পেয়েছে। তিনি বলেন, দক্ষিণ এশিয়ার প্রতিবেশীর সঙ্গে বিদ্যুৎ সরবরাহ থেকে বিদ্যুৎ উৎপাদন, জ্বালানি সরবরাহ, রেল যোগাযোগ, সুসংহত আধুনিক স্থলবন্দর নির্মাণ এ অঞ্চলে নতুন আর্থিক সম্ভাবনার দুয়ার উন্মোচিত করেছে। সাংবাদিকরা প্রশ্ন করেন, প্রধানমন্ত্রী মনমোহন সিং তাঁর শাসনকালের শেষে বলেছিলেন, আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তি তাঁর সরকারের সবচেয়ে বড় সাফল্য। মোদি সরকারের সাফল্য কী? জবাবে পররাষ্ট্রমন্ত্রী বলেন, শাসনকাল এত তাড়াতাড়ি শেষ হবে না। তাই যখন শেষ হবে তখন বলা যাবে। প্রশ্ন করা হয় রাহুল গান্ধীর সাম্প্রতিক আমেরিকা সফর নিয়ে। জয়শংকর বলেন, রাহুল গান্ধী দেশের মধ্যে কোনো সাড়া পাচ্ছেন না। তাই বিদেশ গিয়ে সমর্থন আদায় করছেন। তবে তাঁর বিদেশের মাটিতে ভারতের অভ্যন্তরীণ রাজনীতি নিয়ে কথা বলা উচিত হয়নি।
শিরোনাম
- যে কারণে গভীর পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানের যুদ্ধবিমান, রয়টার্সের বিশ্লেষণ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ, তৈরি হচ্ছে মঞ্চ
- রাফাল যুদ্ধবিমানের ধ্বংসাবশেষ সরিয়ে ফেলেছে ভারত, প্রমাণ পেয়েছে বিবিসি
- সীমান্তে যুদ্ধাবস্থা: শত শত মানুষকে সরিয়ে নিলো ভারত
- খায়রুজ্জামান লিটনের সাবেক এপিএস স্বেচ্ছাসেবক লীগ নেতা টিটু আটক
- উত্তেজনা চরমে: পাকিস্তানের পক্ষে বার্তা দিলেন এরদোগান
- ‘সিনেমা’ থেকে ‘বাস্তব’ জগতে ফিরে আসুন, ভারতকে পাকিস্তানের আহ্বান
- ইংলিশ দলে ডাক পেলেন রিউ
- ভারত-পাকিস্তান সংঘাত ‘আমাদের কোনও বিষয় নয়’ : যুক্তরাষ্ট্র
- এল-ক্লাসিকোর রেফারি চূড়ান্ত
- পাকিস্তান থেকে সরিয়ে যেখানে হবে পিএসএল
- সেলিনা হায়াৎ আইভী গ্রেফতার
- অন্তর্বর্তী সরকারের প্রথম দায়িত্ব ছিল আওয়ামী লীগকে নিষিদ্ধ করা : নাহিদ
- পাকিস্তানি পাইলটকে আটকের দাবি ভারতের, প্রমাণ চাইল ইসলামাবাদ
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ জাবি শিক্ষার্থীদের
- আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাবিতে বিক্ষোভ
- প্রথম আমেরিকান পোপ রবার্ট প্রেভোস্ট
- বিলিয়ন ডলারের রপ্তানি খাত হুমকিতে
- 'পাকিস্তান আক্রমণ করার সিদ্ধান্ত নিলে সারা পৃথিবী জানবে'
- ভারতের সেনা-স্থাপনায় হামলা, অস্বীকার পাকিস্তানের
বিদেশি হস্তক্ষেপে বাংলাদেশের নির্বাচনে প্রভাব পড়বে না
নয়াদিল্লি প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

পাকিস্তানের পাল্টা হামলায় সম্পূর্ণ ‘ব্ল্যাকআউট’ জম্মুতে পরপর বিস্ফোরণ, দাবি ভারতের
১৩ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম

পাকিস্তানের ড্রোন, ক্ষেপণাস্ত্র ও বিমান প্রতিরক্ষা ব্যবস্থা নিষ্ক্রিয় করার দাবি ভারতের
১৯ ঘণ্টা আগে | পূর্ব-পশ্চিম