শুক্রবার, ৯ জুন, ২০২৩ ০০:০০ টা

দুর্নীতিতে সব রেকর্ড ভঙ্গ

নিজস্ব প্রতিবেদক

দুর্নীতিতে সব রেকর্ড ভঙ্গ

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রেসিডেন্ট কর্নেল (অব.) ড. অলি আহমদ বলেছেন, ডলার সংকটের কারণে আজ কয়লা, তেল-গ্যাস এবং বিদ্যুৎ আমদানি বাধাগ্রস্ত। এ সরকার দুর্নীতিতে অতীতের সব রেকর্ড ভঙ্গ করেছে। তারা জোর করে একনাগাড়ে ১৫ বছর দেশ পরিচালনা করছে। দুর্নীতিবাজদের হাত থেকে এ দেশকে রক্ষা করতে হবে। গতকাল বিকালে রাজধানীর পূর্ব পান্থপথে এলডিপির দলীয় কার্যালয়ের সামনে এক বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। অলি আহমদ বলেন, দেশের বর্তমান সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে প্রয়োজন নির্বাচনকালীন একটি অস্থায়ী সরকার। যারা হবে সৎ, দেশপ্রেমিক, দায়িত্বশীল, পক্ষপাতহীন, দক্ষ, অভিক্ষ ও পরীক্ষিত। গণতান্ত্রিক ওলামা দলের সভাপতি সাদিকুর রহমানের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন- এলডিপি নেতা নেয়ামূল বশির, আওরঙ্গজেব বেলাল, এস এম মোরশেদ, স্যাকলায়েন, মাহে আলম চৌধুরী, মাহবুবুর রহমান, গণতান্ত্রিক যুবদলের সভাপতি আমান সোবহান, গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি খালিদ বিন জসিম, গণতান্ত্রিক শ্রমিক দলের সভাপতি আবদুল্লাহ আল মামুন, গণতান্ত্রিক আইনজীবী ফোরামের সভাপতি নূরে আলম প্রমুখ।

এই বিভাগের আরও খবর

সর্বশেষ খবর