জেএসডি সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, প্রজাতন্ত্রের সরকার গঠনের জন্য জনগণ ভোটের মাধ্যমে রাজনৈতিক দলকেই নির্বাচিত করে থাকে। এ প্রতিনিধিত্বের মাধ্যমেই রাষ্ট্র পরিচালনায় জনগণ তার ওপর অর্পিত ক্ষমতা হস্তান্তর করে। রাজনৈতিক দল ছাড়া জাতীয় সংসদ নির্বাচন বা সরকার গঠন কোনোটাই সম্ভব নয়। স্বাধীনতার পর থেকে নির্বাচনের মাধ্যমেই রাজনৈতিক দলের সরকার গঠিত হয়েছে। এর কোনো বিকল্প নেই। গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেএসডি?সভাপতি এসব কথা বলেন। রব বলেন, রাজনৈতিক মত প্রচারের কাজে নিয়োজিত রাজনৈতিক দল নির্বাচনে অংশগ্রহণ না করলে জনগণ তার কাক্সিক্ষত দল বাছাই করে সরকার গঠনের অনুমোদন দিতে পারবে না। রাজনৈতিক দল অংশগ্রহণ না করলে নির্বাচন যে অংশগ্রহণমূলক হয় না তা ২০১৪ সালে ১৫৩ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হওয়ার মধ্যে প্রমাণ হয়েছে। গত কিছুদিনের মধ্যে সংসদের উপনির্বাচনে ভোটার উপস্থিতির স্বল্পতা দৃষ্টান্ত হিসেবে স্পষ্ট হয়েছে। নির্বাচন ছাড়া দেশ পরিচালনায় জনগণের সম্মতি আদায়ের আর কোনো সাংবিধানিক বিকল্প নেই। গ্রহণযোগ্য নির্বাচন ছাড়া রাষ্ট্র গভীর সংকটে নিমজ্জিত হবে উল্লেখ করে আ স ম রব আরও বলেন, জাতীয় স্বার্থে, স্বাধীনতা-সার্বভৌমত্ব ও স্থিতিশীলতার স্বার্থে সরকারকে অবশ্যই অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচনের আয়োজন করতে হবে। আর তার প্রাথমিক পদক্ষেপ হচ্ছে সংসদ ভেঙে দিয়ে সরকারের পদত্যাগ করা।
শিরোনাম
- নাটোরে জামায়াতের আনন্দ মিছিল
- ধর্ম যার যার রাষ্ট্র সবার, দেশে বিভক্তির কোনো সুযোগ থাকবে না : আমীর খসরু
- আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত ইতিবাচক : ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য
- আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের খবরে নেত্রকোনায় মিষ্টি বিতরণ
- বগুড়া ডিএসএ কাপ ক্রিকেট টুর্ণামেন্টে এ জেড স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন
- গাজায় মৃত্যু ঝুঁকিতে ৬৫ হাজার শিশু
- তথ্য যাচাই-বাছাইয়ের ক্ষেত্রে সতর্কতা জরুরি : খুবি ভিসি
- দেশের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়
- জুলাই গণঅভ্যুত্থানের ছোঁয়া ক্রীড়াঙ্গনেও লেগেছিল : আসিফ মাহমুদ
- নির্বাচন নিয়ে সরকারের নীরবতায় জনগণের সন্দেহ ঘনীভূত হচ্ছে : রিজভী
- সোনারগাঁয়ে জমি নিয়ে বিরোধে নারীকে পিটিয়ে জখম
- সিরি বিতর্কে সাড়ে ৯ কোটি ডলার ক্ষতিপূরণ দিচ্ছে অ্যাপল!
- বসুন্ধরা শুভসংঘ নাটোর জেলা শাখার উদ্যোগে সচেতনতামূলক ক্যাম্পেইন
- নতুন সংবিধান না হলে নতুন বাংলাদেশ বলা যাবে না : নাহিদ ইসলাম
- বেরোবিতে উচ্ছ্বাস ছড়াচ্ছে পালাম ফুলের মনকাড়া সৌন্দর্য
- পাকিস্তান ক্রিকেটে অনিশ্চয়তা, পিএসএলের পর বন্ধ ঘরোয়া ক্রিকেটও
- গরমে শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় আম
- গরমে প্রতিদিন তিল খেলে মিলবে যে উপকার
- কলাপাড়ায় খাল দখলমুক্ত করতে মাঠে নামলো প্রশাসন
- স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার