নোয়াখালীর উপকূলীয় হাতিয়ার মেঘনা নদীর সন্দ্বীপের সীমানা অংশে মাছ ধরার স্থান দখলকে কেন্দ্র করে জলদস্যুদের গুলিতে দুই জেলে নিহত হয়েছেন। এ সময় গুলিবিদ্ধ দুজনসহ আহত হয়েছেন আরও পাঁচজন। অপহরণ করা হয়েছে আরও পাঁচজনকে। নিহত দুজনের লাশ সন্দ্বীপ হাসপাতালে নেওয়া হয়েছে। বৃহস্পতিবার সকালে গুলিবিদ্ধ জিল্লুর রহমান ও নুর আলম নামে দুই জেলেকে নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়া হয়েছে। নিহতরা হলেন- নোয়াখালীর সুবর্ণচর উপজেলার পূর্ব চরবাটা ইউনিয়নের নাছির আহমদের ছেলে আবদুর রহমান (৪০) ও একই উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের রাজু (৪২)। সন্দ্বীপ উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা মানস বিশ্বাস দুই জেলে নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, কোস্টগার্ডের সদস্যরা দুই জেলের লাশ হাসপাতালে নিয়ে আসেন। ওই সময় আহত দু-তিন জেলেকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। ভুক্তভোগী জেলেরা অভিযোগ করে বলেন, সুবর্ণচর উপজেলার মাইন উদ্দিন মাঝি ও অলি মাঝি মেঘনা নদীর স্বর্ণদ্বীপের পশ্চিমে সন্দ্বীপ অংশ থেকে দীর্ঘদিন থেকে মাছ শিকার আসছে। কিছু দিন আগে থেকে মেঘনা নদীর মাছ শিকারের এ স্থান দখলের চেষ্টা চালায় জলদস্যু কেফায়েত বাহিনী। বুধবার বিকালে এ বাহিনী ওই স্থান দখল করতে জেলেদের জাল কেটে দেয়। খবর পেয়ে দুটি মাছ ধরার ট্রলার নিয়ে সেখানে যান ভুক্তভোগী জেলেরা। এ সময় জলদস্যু কেফায়েত বাহিনীর সদস্য আলতাফ, নুরউদ্দিন ও জুয়েল জেলেদের দুটি মাছ ধরার ট্রলারে দুই দফা হামলা চালিয়ে মাছ, জাল, ট্রলারসহ কোটি টাকার মালামাল নিয়ে যায়। একপর্যায়ে জলদস্যু বাহিনী গুলি ছোড়ে এবং পাঁচ জেলেকে অপহরণ করে। চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির বলেন, মেঘনা নদীতে গোলাগুলি হয়েছে। এতে সুবর্ণচরের কয়েকজন আহত হয়েছেন। হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিসান আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নদীতে দুপক্ষের মধ্যে মারামারি হয়েছে খবর পেয়ে কোস্টগার্ড ঘটনা থামানোর জন্য যায়।
শিরোনাম
- ঝিনাইদহে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বৃদ্ধ ও কিশোরের
- এটি বড় ভূমিকম্পের আগাম বার্তা: গবেষক আনসারী
- নরসিংদীতে ভূমিকম্পে বাবা-ছেলেসহ তিনজনের মৃত্যু, অর্ধশতাধিক আহত
- চাটমোহরে রেললাইনে ট্রেনের ধাক্কায় যুবকের মৃত্যু
- ভূমিকম্পে হতাহতদের জন্য তারেক রহমানের শোক
- সেনাকুঞ্জে বেগম খালেদা জিয়া
- গাইবান্ধা স্টেডিয়াম পরিদর্শনে বিসিবি পরিচালক আসিফ আকবর
- ৩০ নভেম্বর থেকে ফের কর্মবিরতির ঘোষণা প্রাথমিকের শিক্ষকদের
- ভূমিকম্পের ক্ষয়ক্ষতি নিরূপণে কন্ট্রোল রুম চালু করলো সরকার
- মেট্রোরেলের ট্র্যাক থেকে অবিস্ফোরিত ককটেল উদ্ধার
- ‘দেশে ৩০ বছরের মধ্যে সবচেয়ে বড় ভূমিকম্প, শক্তি হিরোশিমা বোমার সমান’
- ভূমিকম্পে হতাহতের ঘটনায় প্রধান উপদেষ্টার গভীর শোক
- ভূমিকম্পে বংশালে নিহত তিনজনের পরিচয় মিলেছে
- মাছের বাজার চড়া, মুরগি-ডিমে কিছুটা স্বস্তি
- কাল ঢাকায় আসছেন ভুটানের প্রধানমন্ত্রী
- ভূমিকম্প নিয়ে প্রধান উপদেষ্টার বার্তা
- শীতেও বেড়েছে সবজির দাম, যা বলছেন বিক্রেতারা
- টানা বর্ষণে ভিয়েতনামে ভয়াবহ বন্যা, ৪১ জনের প্রাণহানি
- ফের উত্তপ্ত নেপাল, সবাইকে শান্ত থাকার আহ্বান প্রধানমন্ত্রী সুশীলার
- ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিষিদ্ধ করল অস্ট্রেলিয়া