বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেছেন, নেতা-কর্মীদের ওপর গুম-খুন, জুলুম-নির্যাতন চালিয়ে মামলা-হামলা আর সাজানো রায় দিয়ে বিএনপিকে দমানো যাবে না। কারণ বিএনপি শক্ত জনভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। বিএনপি সবসময় জনগণের সঙ্গে ছিল, আছে এবং থাকবে। বরং নির্বাচনের নামে তামাশা করে ক্ষমতাসীন আওয়ামী লীগই এখন দেউলিয়ার পথে। নতুন বছরেই ফ্যাসিস্ট সরকারের পতন হবে। জনগণের বিজয় হবে। দেশের বেশিরভাগ মানুষ এখন এটাই বিশ্বাস করে। ‘বিভিন্ন মামলায় বিএনপি নেতাদের গণহারে সাজা হচ্ছে, কেউ আছেন জেলের ভিতরে- আবার কেউ পলাতক- এ অবস্থায় কীভাবে ঘুরে দাঁড়াবে বিএনপি?’ এ বিষয়ে আলাপকালে উপরোক্ত মন্তব্য করেন সাবেক এ মন্ত্রী। তিনি ৭ জানুয়ারির নির্বাচনসহ দেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা বলেন। অভিযোগ করেন, দেশের বিচার বিভাগকে কীভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে। নিতাই রায় চৌধুরী বলেন, পুতুল নির্বাচন কমিশনের মাধ্যমে এ সরকার তাদের মেয়াদ নবায়ন করার জন্য নির্বাচনের নামে একটি নাটক সাজিয়েছে। তিনি বলেন, এমপি ভাগাভাগির মাধ্যমে প্রধানমন্ত্রী আগেই সিলেকশন করে দিয়েছেন, এ নির্বাচনে কারা পাস করবেন। কাজেই ৭ জানুয়ারি আর নির্বাচনের কিছু নেই। বরং সেদিন ভোট কেন্দ্রে লোক দেখানোর একটা অভিনয় করা হবে। সেজন্য নানাভাবে জোর-জবরদস্তি লোক আনার জন্য আপ্রাণ চেষ্টা করছে সরকার। কিন্তু দেশের আপামর জনসাধারণ এ নির্বাচন প্রত্যাখ্যান করেছে। তারা কেউ স্বইচ্ছায় ভোট কেন্দ্রে যাবে না। আজকে বিএনপির সাফল্যের জায়গাটা হলো- দেশের সর্বস্তরের মানুষ এ নির্বাচন বর্জন করেছে। বিএনপির এ নেতা বলেন, সর্বশেষ বিচার বিভাগকেও হাতিয়ার বানিয়েছে। অথচ কোর্ট থাকে একমাত্র আইন আর ঈশ্বরের অধীনে। আর এখানে কোর্ট হলো- সরকারের নিয়ন্ত্রণাধীন। মামলার বাদী-ও পুলিশ, আবার সাক্ষীও পুলিশ। এসব সাক্ষী কখনোই নিরপেক্ষ নয়। আমার দীর্ঘদিনের আইনজীবী পেশার অভিজ্ঞতা থেকে বলতে পারি- উচ্চ আদালতে ন্যায় বিচার থাকলে এসব রাজনৈতিক মামলার একটা রায়ও টিকবে না। কারণ রায় প্রদানের ক্ষেত্রে- সব সন্দেহের ঊর্ধ্বে উঠে সন্দেহাতীতভাবে প্রমাণ করতে হবে যে- সংশ্লিষ্ট ব্যক্তি অপরাধ করেছেন।
শিরোনাম
- তিন ট্রিলিয়ন ডলারের ক্লাবে অ্যালফাবেট
- একনজরে আজকের বাংলাদেশ প্রতিদিন (১৬ সেপ্টেম্বর)
- লড়াই করলো হংকং, কষ্টার্জিত জয় পেল শ্রীলঙ্কা
- ডাকসুর ভোট ম্যানুয়ালি গণনার জন্য লিখিত আবেদন উমামার
- বঙ্গোপসাগরে নৌবাহিনীর অভিযানে ১১ পাচারকারী আটক
- ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের পুরস্কৃত
- জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ বৃদ্ধি করে প্রজ্ঞাপন
- গোপালগঞ্জে ভুয়া ডাক্তার আটক, ৩ মাসের কারাদণ্ড
- চমেক হাসপাতালে একসঙ্গে ৪ শিশুর জন্ম
- বিয়ের প্রলোভনে তরুণীদের চীনে পাচারের চেষ্টা, চীনা নাগরিকসহ আটক ২
- টাঙ্গাইলে যৌনপল্লী থেকে যুবলীগ নেতা গ্রেপ্তার
- হামাস নেতাদের ওপর আরও হামলার ইঙ্গিত নেতানিয়াহুর
- জাকসু নির্বাচনে নানা অনিয়মের তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্ক
- তিন মাসে কোটিপতি বেড়েছে ৬ হাজার
- গাজামুখী ত্রাণবহরে যোগ দিচ্ছে গ্রিসের দুই জাহাজ
- জাতীয় নির্বাচনে সর্বোচ্চ নিরপেক্ষতা দেখাতে পুলিশের প্রতি আহ্বান ডিএমপি কমিশনারের
- আসাদুজ্জামান নূরের ফ্ল্যাট-জমি জব্দ, অবরুদ্ধ ব্যাংক হিসাব
- ৩ জেলার ডিসিকে প্রত্যাহার
- প্রেমিকাকে ধর্ষণের অভিযোগে কৃষক গ্রেপ্তার
- যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও জোরদার করতে চায় বাংলাদেশ