কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে গতকাল সারা দেশে ছাত্র-জনতার বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি ছিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের। এর পরিপ্রেক্ষিতে সারা দেশে সতর্ক অবস্থানে ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গড়ে তোলা হয় নিরাপত্তা বলয়। বিজিবি, পুলিশ ও র্যাবের টহল ছিল চোখে পড়ার মতো। তাদের সঙ্গে আনসার বাহিনীও যোগ দেয়।
গোয়েন্দা বাহিনীর শঙ্কা ছিল, আন্দোলনকারীরা রাজধানী গুরুত্বপূর্ণ স্থানে বিক্ষোভ মিছিলসহ সহিংসতা করতে পারে। এ জন্য সমন্বিত কড়া নিরাপত্তা বলয় তৈরি করে আইনশৃঙ্খলা বাহিনী। সকাল থেকে রাজধানীর গুরুত্বপূর্ণ বিভিন্ন পয়েন্টে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সমন্বিত টহল দিয়েছে। পোশাকে ও সাদা পোশাকে এসব পয়েন্টে অবস্থান নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়। যে কোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে এপিসিসহ প্রস্তুত ছিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ডিএমপির এক কর্মকর্তা বলছেন, কোটা সংস্কার আন্দোলনের নামে আর কাউকে রাস্তায় নামতে দেওয়া হবে না। কেউ রাস্তায় অরাজকতার চেষ্টা করলেই শক্ত হাতে প্রতিহত করা হবে। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় বিক্ষোভ করা হয়। তবে বিক্ষোভে শিক্ষার্থীদের চেয়ে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীরাই বেশি অংশ নেয়। এ জন্য বিক্ষোভ বা সহিংসতার শঙ্কা ছিল। জানা গেছে, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে যেসব এলাকায় সহিংসতা বেশি হয়েছে, সেসব এলাকায় সকাল থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী টহল দিয়েছে। এর মধ্যে যাত্রাবাড়ী, রামপুরা, পল্টন, ইসিবি চত্বর, মিরপুর, উত্তরা ও মোহাম্মদপুর এলাকা উল্লেখযোগ্য। বিক্ষোভ ও সহিংসতা হতে পারে এমন আশঙ্কায় গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অবস্থান নিয়েছিল। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) জনসংযোগ কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগণের জানমালের নিরাপত্তায় রাজধানী ঢাকাসহ সারা দেশে বিজিবির টহল জোরদার করা হয়। পুলিশ সদর দপ্তরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগর জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা ও জনগণের জানমালের নিরাপত্তায় সারা দেশে তৎপর ছিল পুলিশ। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সহকারী পরিচালক (গণসংযোগ কর্মকর্তা) মো. রুবেল হোসাইন জানান, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সারা দেশে আনসার সদস্য মোতায়েন ছিল।