অর্থপাচার প্রতিরোধ ও বিদেশে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে সহযোগিতায় আগ্রহ দেখিয়েছে ইউনাইটেড ন্যাশনস অফিস ফর ড্রাগস অ্যান্ড ক্রাইম (ইউএনওডিসি)। গতকাল সকালে রাজধানীর সেগুনবাগিচায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহর সঙ্গে ইউএনওডিসি ৫ সদস্যের প্রতিনিধিদল সাক্ষাৎ করে নিজেদের এ আগ্রহের কথা ব্যক্ত করেন। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন ইউএনওডিসির দক্ষিণ এশিয়ার আঞ্চলিক প্রধান মার্কো টিক্সিরা। এ সময় দুদক কমিশনার মো জহুরুল হক ও আছিয়া খাতুন, দুদক মহাপরিচালক মো. আক্তার হোসেন ও পরিচালক গোলাম শাহরিয়ার উপস্থিত ছিলেন।
দুদক এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বৈঠকে কমিশনের কার্যক্রম সম্পর্কে প্রতিনিধিদলকে অবহিত করা হয়েছে। এ সময় দুদকের সক্ষমতা বৃদ্ধির জন্য বিশেষ করে মানিলন্ডারিং প্রতিরোধ ও পাচার করা সম্পদ পুনরুদ্ধারের ক্ষেত্রে ইউএনওডিসির সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ইউএনওডিসি প্রতিনিধিদল তাদের পক্ষ হতে দুর্নীতি দমন কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।