পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেছেন, একটি রাজনৈতিক দলের সঙ্গে আরেকটি দলের মতপার্থক্য থাকতেই পারে, তবে সেটা দূরত্ব নয়। নির্বাচন ঘনিয়ে এলে রাজনৈতিক দলগুলোর মধ্যে নানা আলোচনা ও বিতর্ক হয়, এটা স্বাভাবিক। সবই রাজনৈতিক প্রক্রিয়ার অংশ। কোনো আসনের পুনর্বিন্যাস হলে সেটি নিয়েও হাই কোর্টে মামলা হয়। কিন্তু এর জন্য নির্বাচন বানচাল হয়ে যাবে, এমন নয়। গতকাল সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা বলেন। জুলাই জাতীয় সনদে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) স্বাক্ষর না করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নিজেদের মতামত প্রতিফলিত না হওয়ায় তারা জুলাই সনদে স্বাক্ষর করেনি। এ নিয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের আবার আলোচনা হবে। আশা করছি ৩১ অক্টোবরের মধ্যে এনসিপি সনদে স্বাক্ষর করবে।
এনসিপির সঙ্গে সরকারে দূরত্ব বাড়ছে কি? এমন প্রশ্নের জবাবে রিজওয়ানা হাসান বলেন, একটা রাজনৈতিক বিষয়ে যদি একটা দলের মতপার্থক্য থাকে সেটা দূরত্ব না। এর আগে তো অনেক বড় বড় দল তাদের মতামত দিয়েছে, অনেক ক্ষেত্রেই একমত হয়নি। যারা স্বাক্ষর করেছেন তারা নোট দিয়েছেন। এগুলো তো গণতান্ত্রিক প্রক্রিয়া। মতানৈক্য থাকতেই পারে।
অনেকে মনে করছেন সরকারের পরামর্শে এনসিপি সনদে স্বাক্ষর করেনি- এমন অভিযোগের জবাবে উপদেষ্টা বলেন, এটা ভিত্তিহীন কথা। ষড়যন্ত্র তত্ত্ব বলে একটা তত্ত্ব আছে। সরকারপ্রধান যেখানে বৈরী আবহাওয়ার মধ্যে দাঁড়িয়ে জুলাই সনদ স্বাক্ষর করেছেন, সেখানে এমন কথার কোনো ভিত্তি নেই। সন্দেহ সৃষ্টি হওয়ার জন্য কিছু কথা বলে দেওয়া হয়। নির্বাচনের আগে একের পর এক অগ্নিকান্ডের ঘটনাকে কীভাবে দেখছেন? এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে, এই লক্ষ্য সামনে রেখেই সরকার কাজ করছে। সরকার প্রতিটি অগ্নিকান্ডের ঘটনার তদন্ত করবে। এর আগে সচিবালয়েও অগ্নিকান্ড ঘটেছে।