বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, একের পর এক সিরিজ আগুনের ঘটনা ফেব্রুয়ারির নির্বাচনকে নানাভাবে বানচাল করার একটি চেষ্টা হতে পারে। গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ মন্তব্য করেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের ঘটনাকে একটি নাশকতার অংশ বলে মানুষ সন্দেহ করছে- এ কথা উল্লেখ করে রিজভী বলেন, ঢাকার মিরপুর, চট্টগ্রামে ইপিজেড হয়ে ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজে সিরিজ আগুনের ঘটনা মানুষের মনে সন্দেহ তৈরি করছে। এটি পরিকল্পিত কি না কিংবা এসব ঘটনার পেছনে কোনো রাজনৈতিক কারণ আছে কি না তা খতিয়ে দেখার আহ্বান জানান তিনি। তিনি বলেন, দেশে স্থিতিশীলতা নষ্ট করতে একটি মহল সক্রিয়ভাবে কাজ করছে, আর ভারত সেই প্রচেষ্টায় বিভিন্ন সময় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সহযোগিতা করে আসছে। দেশজুড়ে একের পর এক আগুনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে রিজভী বলেন, এত বড় অগ্নিকান্ড কীভাবে সম্ভব? ফায়ার সার্ভিসের গাড়ি বিমানবন্দর কর্তৃপক্ষ আটকে রেখেছে এটা কি শুধুই প্রশাসনিক জটিলতা, নাকি এর পেছনে উদ্দেশ্যপ্রণোদিত কোনো ষড়যন্ত্র রয়েছে? - নিজস্ব প্রতিবেদক
তিনি আরও বলেন, ভারত চায় না বাংলাদেশে একটি স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ বজায় থাকুক। তারা সবসময় শেখ হাসিনার মতো অবৈধ সরকারকে সমর্থন দিয়ে এসেছে। ২০১৪ সালের নির্বাচনে কোনো বড় রাজনৈতিক দল অংশ নেয়নি, অথচ ভারতের কূটনীতিকরা এরশাদকে সেই নির্বাচনে অংশ নিতে রাজি করাতে এসেছিলেন। এটি বাংলাদেশের সার্বভৌমত্বে সরাসরি হস্তক্ষেপ।