বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফের চার দফা বৈঠকের পর বেড়া নির্মাণ বন্ধ রেখেছে ভারত। এতে চাঁপাইনবাবগঞ্জের চৌকা সীমান্তের ওপারে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে তিন দিন ধরে চলমান উত্তেজনার নিরসন হয়েছে। পাশাপাশি ভারতের সীমান্ত থেকে স্থানীয়দের প্রত্যাহার করেছে বিএসএফ। বর্তমানে সীমান্তে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এর আগে সোম ও মঙ্গলবার পতাকা বৈঠকে সীমান্তে বেড়া নির্মাণের চেষ্টা করবে না বলে আশ্বাস দেয় ভারত। তার পরও কাজ চালিয়ে যাওয়ার চেষ্টা করলে উত্তেজনা তৈরি হয়। বিএসএফ তাদের সীমান্তে সাধারণ মানুষকে জড়ো করে উসকানি দেওয়ার চেষ্টা চালায়। এ অবস্থায় বিজিবি ৫৯ ব্যাটালিয়ন চৌকা সীমান্তে শক্ত অবস্থান নেয়। এ সময় বিজিবির সঙ্গে স্থানীয়রাও যোগ দিয়ে বিএসএফের কর্মকা প্রতিরোধের চেষ্টা করে। সর্বশেষ বুধবার বিকাল থেকে রাত ৯টা পর্যন্ত ভারতের মোহদীপুরে বিজিবি-বিএসএফের সেক্টর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে ভারত কাঁটাতারের বেড়া নির্মাণ করবে না মর্মে প্রতিশ্রুতি দেয়। এর পর থেকে উভয় পক্ষই অতিরিক্ত সদস্য প্রত্যাহার করে নিলে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক হয়।
৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল গোলাম কিবরিয়া জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। উল্লেখ্য, আন্তর্জাতিক সীমান্ত পিলার ১৭৭/১এস ও ২এস এলাকায় পাঁচ-ছয় মাস আগে নোম্যানস ল্যান্ড থেকে ৫০ গজ এগিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আন্তর্জাতিক শূন্যরেখার ১০০ গজের মধ্যে ভারত একটি কাঁচা রাস্তা নির্মাণ করে। সোমবার সে রাস্তার পাশে পুনরায় কাঁটাতারের বেড়া নির্মাণের সময় এ উত্তেজনা সৃষ্টি হয়।
সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণে উত্তেজনা : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রামে সীমান্তের শূন্যরেখার মধ্যে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কাঁটাতারের বেড়া নির্মাণ করেছে। এ নিয়ে বিএসএফ ও বিজিবি সীমান্তে অতিরিক্ত সৈন্য মোতায়েন করায় চরম উত্তেজনা দেখা দিয়েছে। গতকাল সকাল থেকে বাংলাদেশ-ভারত প্রধান পিলার ডিএমপি ৮ নম্বরের উপপিলার ৪৭ থেকে ৩৭ নম্বর সীমান্তের প্রায় অর্ধকিলোমিটারের মধ্যে বিএসএফ ভারতীয় ৩০ থেকে ৩৫ জন নির্মাণ শ্রমিককে দিয়ে লোহার অ্যাঙ্গেল দিয়ে তৈরি খুঁটির মধ্যে প্রায় ৪ ফুট উ্চু কাঁটাতারের বেড়া স্থাপন করে। শূন্যরেখার দেড় শত গজের শেষ অংশে স্থানীয়রা এসব স্থাপন করতে দেখে বিজিবিকে খবর দেয়। ৫১ রংপুর বিজিবি ব্যাটালিয়নের পানবাড়ি ও দহগ্রাম ক্যাম্পের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বেড়া স্থাপনে বাধা দেয়। কিছু সময় নির্মাণকাজ বন্ধ রাখলেও পরে কয়েকশ বিএসএফ সদস্য এবং লোকজন নিয়ে আবারও বেড়া স্থাপনের কাজ করতে থাকেন। এ ঘটনাকে কেন্দ্র করে সীমান্তে বিএসএফের অসংখ্য সদস্য মোতায়েন করেছে ভারতীয় কর্তৃপক্ষ। গোটা দহগ্রাম ইউনিয়ন সীমান্তে বিজিবিকেও সতর্ক অবস্থান নিতে দেখা গেছে।
বিজিবি ও সীমান্তের স্থানীয় সূত্র জানায়, ভারতের কোচবিহার রাজ্যের ৬ রাণীনগর বিএসএফ ব্যাটালিয়নের করুণ ক্যাম্পের বিএসএফের সদস্যরা আন্তর্জাতিক সীমান্ত আইন না মেনে শূন্যরেখার দেড়শ গজের একদম শেষ অংশে কাঁটাতারের বেড়া স্থাপন করেছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি), রংপুর ৫১ ব্যাটালিয়নের সহকারী পরিচালক (এডি) আমীর খসরু বলেন, সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণকে কেন্দ্র করে বিএসএফকে বাধা দেওয়া হয়েছিল। প্রথমে বন্ধ করে কিছুক্ষণ পর আবার শুরু করে এ নিয়ে টানটান অবস্থার সৃষ্টি হয়েছিল।