নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হয়তো আমরা আর বেশি দিন নাই। এই চোরদের নির্বাচন আর করিয়েন না।’ আপনারা সব দেখেছেন এবং জানেন, ভালো মানুষকে, ভালো মানুষ কারা? আমি ক্যানভাস করতে আসিনি। যারা ভালো কাজ করে, যারা আপনাদের সাথে থাকে, প্রচুর কাজ করে। তাদের নিয়ে নির্বাচন করবেন। আমার দুঃখ লাগে, এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ আরও অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। এখনো আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে। তিনি আরও বলেন, যেগুলো প্রয়োজন সংস্কার করা হবে। পলিটিকাল পার্টি মানলে মানুক না মানলে না মানুক। গতকাল সকাল ১০টায় ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করবে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।
শিরোনাম
- ঢাকার ইন্দিরা রোড থেকে গাজীপুরের আওয়ামী লীগ নেতা গ্রেফতার
- যৌথ বাহিনীর অভিযানে সারা দেশে আটক ২৯ জন
- জয়ের পরই বাবার মৃত্যুর খবর পেলেন লঙ্কান ক্রিকেটার
- বাংলাদেশ ও চীন হাতে হাত রেখে এগিয়ে যাবে : প্রধান উপদেষ্টা
- বাংলাদেশকে নিয়ে শেষ চারে শ্রীলঙ্কা
- সরকারি প্রতিষ্ঠানে প্রশিক্ষণ ভাতা পুনর্নির্ধারণ
- রাবিতে পোষ্য কোটা পুনর্বহাল, উপাচার্যের বাসভবন ঘেরাও
- নেপালকে ৪ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ
- ইসলামি দলগুলোর ঐক্য নিয়ে যে বার্তা দিলেন হেফাজত আমির
- সিলেটে ব্যাটারিচালিত রিকশা চলবে না : পুলিশ কমিশনার
- যে সকল ভারতীয়দের ভিসা দেবে না যুক্তরাষ্ট্র
- ৯১ রানে ৬ উইকেট হারিয়ে চাপে আফগানিস্তান
- জুলাই বিপ্লব পরবর্তীতে র্যাবের কার্যক্রম প্রশংসিত হয়েছে: স্বরাষ্ট্র উপদেষ্টা
- সার সংকটে ঝিনাইদহের কৃষক, উৎপাদন খরচ বাড়ার শঙ্কা
- ঐকমত্য কমিশনের আলোচনার মাধ্যমে রাজনৈতিক মতভিন্নতার শান্তিপূর্ণ সমাধান হবে : প্রেস সচিব
- লিবিয়ায় মাফিয়াদের গুলিতে নিহত মাদারীপুরের যুবক
- ট্রাম্পের সঙ্গে আমার কোনও সম্পর্ক নেই: ব্রাজিল প্রেসিডেন্ট
- ফিকি লিডারশিপ একাডেমি চালুর উদ্যোগ
- জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে পারেন তাকাইচি
- শেরপুরে পাহাড়ি ঢলে ঝিনাইগাতীর মহারশি নদীর পানি বিপদসীমার ওপর
চোরদের আর নির্বাচন করিয়েন না
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর