নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হয়তো আমরা আর বেশি দিন নাই। এই চোরদের নির্বাচন আর করিয়েন না।’ আপনারা সব দেখেছেন এবং জানেন, ভালো মানুষকে, ভালো মানুষ কারা? আমি ক্যানভাস করতে আসিনি। যারা ভালো কাজ করে, যারা আপনাদের সাথে থাকে, প্রচুর কাজ করে। তাদের নিয়ে নির্বাচন করবেন। আমার দুঃখ লাগে, এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ আরও অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। এখনো আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে। তিনি আরও বলেন, যেগুলো প্রয়োজন সংস্কার করা হবে। পলিটিকাল পার্টি মানলে মানুক না মানলে না মানুক। গতকাল সকাল ১০টায় ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করবে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।
শিরোনাম
- বৈষম্যবিরোধীদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটি ঘোষণা
- ফটিকছড়িতে আগুনে পুড়লো ৪ বসতঘর
- বিয়ের বাজার করে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় বরসহ নিহত ২
- পুলিশকে অটোরিকশায় ঝুলিয়ে এক কিমি টেনে নিয়ে গেলেন চালক
- কক্সবাজারে এসপির পর এবার ওসিসহ ৭ পুলিশ সদস্য ক্লোজড
- শাহ আমানতে প্রবাসী যাত্রীদের জন্য অ্যাম্বুলেন্স সেবা চালু
- সংস্কারের গল্প বলে সময়ক্ষেপণের সুযোগ নেই : আমীর খসরু
- জুলাই অভ্যুত্থানের সর্বকনিষ্ঠ শহিদ কে, জানালেন সারজিস আলম
- দিল্লির নতুন মুখ্যমন্ত্রী হচ্ছেন রেখা গুপ্তা
- ‘সময়ক্ষেপণ না করে অবিলম্বে জাতীয় সংসদ নির্বাচন দিতে হবে’
- সচিবালয় থেকে দীপু মনি ঘনিষ্ঠ আওয়ামী লীগ নেতা আটক
- টাঙ্গাইলে যানজট-জলাবদ্ধতা-বর্জ্য ব্যবস্থাপনা নিয়ে আলোচনা সভা
- সুন্দরবনে এখন প্রায়ই মিলছে বাঘের দেখা
- জাতীয় যুবকাবাডির রানার্স আপ বগুড়া জেলা বালক দলকে পুলিশ সুপারের সংবর্ধনা
- বাইডেন আমলে নিযুক্ত সব অ্যাটর্নিকে বরখাস্তের নির্দেশ ট্রাম্পের
- যুদ্ধে ইউক্রেনের খরচ হয়েছে ৩২০ বিলিয়ন ডলার: জেলেনস্কি
- আমি দেশ বিক্রি করে দিতে পারি না, খনিজ সম্পদ ইস্যুতে জেলেনস্কি
- ‘জাতিসংঘের রিপোর্টের পর আওয়ামী লীগের মুখ রক্ষার আর কিছুই নেই’
- ২০১৮ সালের বিতর্কিত নির্বাচনে দায়িত্বে থাকা ৩৩ ডিসিকে ওএসডি
- অপারেশন ডেভিল হান্টে আরও ৫৩২ জন গ্রেফতার