নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন বলেছেন, ‘হয়তো আমরা আর বেশি দিন নাই। এই চোরদের নির্বাচন আর করিয়েন না।’ আপনারা সব দেখেছেন এবং জানেন, ভালো মানুষকে, ভালো মানুষ কারা? আমি ক্যানভাস করতে আসিনি। যারা ভালো কাজ করে, যারা আপনাদের সাথে থাকে, প্রচুর কাজ করে। তাদের নিয়ে নির্বাচন করবেন। আমার দুঃখ লাগে, এ দেশের কোটি কোটি টাকা দেশের বাইরে পাচার হয়ে গেছে। এই টাকাগুলো দেশে থাকলে দেশ আরও অনেক উন্নত হতো। এখন কোনো কাজ করতে গেলে চিন্তা হয় আমাদের। দুর্নীতি এমন জায়গায় চলে গেছে। ওদের রক্তের সঙ্গে মিশে গেছে। এখনো আপনারা দ্বীপবাসী চিন্তা করবেন, কাকে দিয়ে আপনাদের উপকার হবে। তিনি আরও বলেন, যেগুলো প্রয়োজন সংস্কার করা হবে। পলিটিকাল পার্টি মানলে মানুক না মানলে না মানুক। গতকাল সকাল ১০টায় ভোলার মনপুরার বিচ্ছিন্ন কলাতলী ইউনিয়নের ঢালচরে লঞ্চঘাট উদ্বোধনী অনুষ্ঠানের সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ড. এম সাখাওয়াত হোসেন বলেন, নৌপথের নিরাপত্তা ও ঘাটের চাঁদাবাজি বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। চাঁদাবাজি বন্ধে পুলিশ ও কোস্ট গার্ড কাজ করবে। এ ছাড়াও দক্ষিণাঞ্চলে নৌপথ সচল রাখতে ড্রেজিং কার্যক্রম চালুর কথা জানান তিনি। বিশেষ অতিথি ছিলেন বিআইডব্লিউটিএর চেয়ারম্যান আরিফ আহমেদ মোস্তফা, সাবেক জ্বালানি সচিব মো. নাজিম উদ্দিন চৌধুরী, নৌপরিবহন উপদেষ্টার একান্ত সচিব মো. জাহিদুল ইসলাম, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী মো. নিজাম উদ্দিন সুজন চৌধুরী, মনপুরা উপজেলা নির্বাহী অফিসার পাঠান মো. সাইদুজ্জামান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি জোবায়ের হাসান রাজিব চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি আলহাজ সামস উদ্দিন বাচ্চু চৌধুরী, সাংগঠনিক সম্পদক মো. মাহবুবুল আলম শাহীন, উপজেলা জামায়াতের আমির মাওলানা আমিমুল ইহসান জসিম, প্রেস ক্লাব সভাপতি মো. অহিদুর রহমান, সাধারণ সম্পাদক সীমান্ত হেলাল প্রমুখ।
শিরোনাম
- হাসিনা-রেহানা ও টিউলিপের বিরুদ্ধে মামলার সাক্ষ্যগ্রহণ সমাপ্ত
- উত্তর কুয়েতে ৭,৭০০ বছরের প্রাচীন ভাটির সন্ধান
- দুই লাখ ২০ হাজার টন সার কিনবে সরকার
- তরুণ প্রজন্ম দেশকে উদ্যোক্তা বান্ধব রাষ্ট্রে পরিণত করবে : প্রাথমিক উপদেষ্টা
- ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে চার জনের মৃত্যু, হাসপাতালে ৯২০
- কান্নার শব্দে ধান ক্ষেত থেকে উদ্ধার হলো ২ দিনের নবজাতক
- ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন: স্বরাষ্ট্র উপদেষ্টা
- ৫ ব্যাংক একীভূত করার সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে রিট
- ঢাকায় কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের আরও ৫ নেতাকর্মী গ্রেপ্তার
- মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২০
- পরিবারসহ কাজী জাফরের আয়কর নথি সিআইডিকে দেওয়ার নির্দেশ
- ন্যূনতম ২০ জন শ্রমিকেই করা যাবে ট্রেড ইউনিয়ন, গেজেট প্রকাশ
- সারাদেশে পুলিশের বিশেষ অভিযান, গ্রেপ্তার ১৬৪৯ জন
- চীনে অবস্থানরত নাগরিকদের সতর্ক থাকার পরামর্শ জাপানের
- এমবিবিএস ডাক্তারের টেবিলের ড্রয়ারে মিলল ইয়াবা
- সাবেক মেয়র আইভীকে ৫ মামলায় শ্যোন অ্যারেস্ট
- লালমনিরহাটে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক জব্দ
- খুলনার নতুন জেলা প্রশাসক জামশেদ খোন্দকারের যোগদান
- শিক্ষকের শূন্যপদের চাহিদা চেয়ে এনটিআরসিএর বিজ্ঞপ্তি
- মেক্সিকোতে সামরিক অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র: ট্রাম্প
চোরদের আর নির্বাচন করিয়েন না
ভোলা প্রতিনিধি
প্রিন্ট ভার্সন
এই বিভাগের আরও খবর