কক্সবাজারের মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য সম্প্রতি আমদানি করা কয়লার একটি বড় চালানে ভেজাল ধরা পড়েছে। বিদ্যুৎ উৎপাদনের জন্য ব্যবহৃত এ কয়লায় খালি চোখে ‘ফরেন পার্টিকেল’ বা মাটিজাতীয় ক্ষুদ্র কণা পাওয়া গেছে। বিশেষজ্ঞরা বলছেন, নিম্নমানের এ কয়লা ব্যবহার করলে বিদ্যুৎ কেন্দ্রটির মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এ কারণে ৬৩ হাজার টন কয়লার বিশাল এ চালানটি ফিরিয়ে দিয়েছে কোল পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেড (সিপিজিসিএল)। এ চালান প্রত্যাখ্যানের সিদ্ধান্তের পর কয়লাবাহী জাহাজটিকে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে বাংলাদেশ প্রতিদিনকে সিপিজিসিএল কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। বঙ্গোপসাগরের তীরে ১ হাজার ৬০০ একর জমিজুড়ে তৈরি করা ১ হাজার ২০০ মেগাওয়াটের আল্ট্রা সুপার ক্রিটিক্যাল কয়লাচালিত মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রটির প্রথম ইউনিট বাণিজ্যিক উৎপাদনে আসে ২০২২ সালের ডিসেম্বরে। এরপর ২০২৩ সালের আগস্টে এর দ্বিতীয় ইউনিটটি উৎপাদনে আসে। সিপিজিসিএল সূত্র বাংলাদেশ প্রতিদিনকে জানায়, টেন্ডারের মাধ্যমে ইন্দোনেশিয়া থেকে কয়লা সংগ্রহের দায়িত্ব পাওয়া একটি ভারতীয় প্রতিষ্ঠান এ চালান পাঠায়। কিন্তু এবারের চালানে পাঠানো কয়লায় বিপুল পরিমাণ মাটি ছিল, যা বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদনের মানের নয়। মাতারবাড়ী কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র প্রকল্পের নির্বাহী পরিচালক মো. নাজমুল হক গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমরা মান অনুযায়ী এবার কয়লা পাইনি। আমদানিকৃত এ কয়লা দিয়ে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। এ কয়লা ব্যবহার করলে মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হয়ে যাবে। এরই মধ্যে সেই কয়লা বহনকারী জাহাজ জেটি থেকে বের হয়ে চলে গেছে। এখন বাকিটা সরবরাহকারী প্রতিষ্ঠানের ব্যাপার, ওরা এ কয়লা দিয়ে কী করবে। আমরা এ কয়লা প্রত্যাখ্যান করে দিয়েছি। পরে যদি মানসম্পন্ন কয়লা সরবরাহ করে তখন চিন্তাভাবনা করে দেখা হবে। ভবিষ্যতেও যদি সরবরাহকারী প্রতিষ্ঠান নিম্নমানের এ কয়লা দেয় তাহলে সেটিও ফিরিয়ে দেওয়া হবে। মাতারবাড়ী সাইট অফিসের প্রধান প্রকৌশলীর দপ্তরের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান গতকাল বাংলাদেশ প্রতিদিনকে বলেন, আমদানিকৃত এ কয়লায় দৃশ্যত কিছু ‘ফরেন পার্টিকেল’ ছিল। এটি মানসম্পন্ন কয়লা ছিল না। এ কারণে আমরা এ কয়লার চালান বাতিল করে দিয়েছি। গত তিন-চার মাস ধরে এ কোম্পানিটি মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রে কয়লা সরবরাহ করে আসছিল। এ কেন্দ্রে কয়লা সরবরাহের জন্য আন্তর্জাতিক টেন্ডার হয়েছিল। পরে জয়েন্ট ভেঞ্চারে আদিত্য বিরলা অ্যান্ড ইউনিক সিমেন্ট কয়লা সরবরাহের কাজ পায়। এরই মধ্যে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ (সিপিএ) বাংলাদেশ প্রতিদিনকে নিশ্চিত করেছে, সিপিজিসিএল ও শিপিং কোম্পানির নির্দেশে কয়লাবাহী জাহাজটিকে বহির্নোঙরে পাঠানো হয়েছে। চট্টগ্রাম বন্দরের সচিব মো. ওমর ফারুক বলেন, ‘মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র অভিযোগ করেছে কয়লায় প্রচুর মাটি রয়েছে। তাই কয়লা খালাস বন্ধ করে জাহাজটি বহির্নোঙরে নিয়ে আসা হয়েছে। এ বিষয় নিয়ে মন্ত্রণালয়ে বৈঠক হওয়ার কথা রয়েছে। সেখানে সিদ্ধান্ত অনুসারে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য ১ হাজার কোটি টাকা দামের ৬৩ হাজার টন কয়লা নিয়ে ইন্দোনেশিয়া থেকে সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি জাহাজ এমভি ওরিয়েন্ট অর্কিড গত ১৭ মার্চ মাতারবাড়ী বন্দরের চ্যানেলে প্রবেশ করে। কয়লা খালাসের সময় দেখা যায় তাতে প্রচুর মাটি রয়েছে। এর মধ্যেই আমদানি করা ৬৩ হাজার টন কয়লার মধ্যে ২২ হাজার ৩৫০ টন কয়লা আনলোড করাও হয়। চালানে অতিরিক্ত মাটি থাকায় কয়লা খালাসের জন্য ব্যবহৃত কনভেয়র বেল্ট বারবার বিকল হয়ে যাচ্ছিল। পরে বিদ্যুৎ কেন্দ্রের কর্মকর্তারা জাহাজ থেকে কয়লা খালাস বন্ধ করে দিয়ে জাহাজটিকে ৪০ হাজার ৬৫০ টন কয়লাসহ চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পাঠিয়ে দেন। বর্তমানে জাহাজটি বহির্নোঙরে অবস্থান করছে। অথচ চুক্তি অনুযায়ী বিদ্যুৎ কেন্দ্রের জন্য উন্নতমানের কয়লা সরবরাহ করার কথা ছিল টেন্ডার পাওয়া প্রতিষ্ঠানটির। আন্তর্জাতিক বাজারে বর্তমানে প্রতি টন কয়লার দাম গড়ে ১২০ ডলার বা বাংলাদেশি সাড়ে ১৪ হাজার টাকা।
শিরোনাম
- নেপালে লুট করা জিনিস বেচাকেনার বিরুদ্ধে সতর্কতা জারি
- রাকসু নির্বাচনে একাডেমিক ও দাফতরিক কার্যক্রম দু’দিন বন্ধ
- আওয়ামী লীগ ফিরে এলে তোমাদের হাড্ডিও খুঁজে পাওয়া যাবে না : ইলিয়াস
- আরাকান আর্মির কাছে বন্দি ১০৪ জন জেলে: বিজিবি সেক্টর কমান্ডার
- বগুড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার উৎপাদন, স্নিগ্ধ বেকারিকে জরিমানা
- কুমিল্লা নগরীতে ভুতুড়ে বিলে দিশেহারা গ্রাহক
- স্ত্রীর পদবি গ্রহণ করতে পারবেন দক্ষিণ আফ্রিকার পুরুষরা
- ফাজিল স্নাতকের ফল প্রকাশ, পাশের হার ৯৫.০৫
- বগুড়ায় টাইফয়েড টিকার সমন্বয় সভা
- শেরপুরের বিভিন্ন কলেজে একাদশ শ্রেণির ওরিয়েন্টেশন ক্লাস অনুষ্ঠিত
- যমুনা অভিমুখে শিক্ষকদের মিছিল, পুলিশের জলকামান-সাউন্ড গ্রেনেড নিক্ষেপ
- ভারতে বিতর্কিত ওয়াকফ সংশোধনী আইনের কয়েকটি ধারা স্থগিত
- বাগেরহাটে হরতাল প্রত্যাহার করে নির্বাচন অফিস ঘেরাওয়ের ঘোষণা
- শুল্ক না কমালে ভারতের জন্য ব্যবসা করা কঠিন হবে, যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি
- চুয়াডাঙ্গায় বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার
- সোনালী আঁশে ফিরছে সুদিন, খুশি দিনাজপুরের কৃষকরা
- নির্বাচন নিয়ে টালবাহানা সহ্য করা হবে না: খায়ের ভূঁইয়া
- শেখ হাসিনার মামলায় আর দু’একজনের সাক্ষ্য নেয়া হবে: চিফ প্রসিকিউটর
- পারমাণবিক অস্ত্রই মার্কিন হুমকি থেকে রক্ষার অবশ্যম্ভাবী বিকল্প: উত্তর কোরিয়া
- গাইবান্ধায় বাসের ধাক্কায় শ্রমিকের মৃত্যু, আহত তিন
ফিরিয়ে দেওয়া হলো আমদানি করা বিপুল পরিমাণ ভেজাল কয়লা
মাতারবাড়ী বিদ্যুৎ কেন্দ্র - নিম্নমানের ভেজাল ও মাটিমিশ্রিত কয়লার চালান প্রত্যাখ্যান, এ কয়লা ব্যবহারে বিদ্যুৎ কেন্দ্রের যন্ত্রপাতি নষ্ট হতে পারে
জিন্নাতুন নূর
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর