রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে লটারির মাধ্যমে প্রার্থীদের ব্যালট নম্বর বরাদ্দ দেওয়া হয়েছে। এতে আনুষ্ঠানিকভাবে প্রার্থীদের প্রচারণা শুরু হলো। গতকাল বিকালে বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এ নম্বর দেওয়া হয়। প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলাম বলেন, ইতোমধ্যে আমরা ব্যালট নম্বর দিয়েছি। ২৫ সেপ্টেম্বর ভোট গ্রহণ শেষে ওএমআর পদ্ধতিতে গণনা করা হবে। নির্বাচনে প্রায় ২৯ হাজার ভোটার। ম্যানুয়ালি এটা অনেক সময়সাপেক্ষ। তাই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ব্যালট প্রদান কর্মসূচিতে প্রত্যেক পদের জন্য আলাদা লটারি হয়। শিবির সমর্থিত প্যানেলের ভিপি পদপ্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ পেয়েছেন ৪, ছাত্রদল সমর্থিত ভিপি পদপ্রার্থী ৫, আধিপত্যবিরোধী প্যানেলের ভিপি পদপ্রার্থী মেহেদী সজিব পেয়েছেন ১৫, বামজোট সমর্থিত গণতান্ত্রিক শিক্ষার্থী পর্ষদের ভিপি পদপ্রার্থী ফুয়াদ রাতুল ৬ নম্বর ব্যালট পেয়েছেন। অন্য পদেও একই পদ্ধতিতে নম্বর দেওয়া হয়েছে। প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক সেতাউর রহমান বলেন, শিক্ষার্থীদের দাবির পরিপ্রেক্ষিতে নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে আমরা লটারির আয়োজন করেছি। আশাকরি শিক্ষার্থীরা এ পদ্ধতিকে ইতিবাচকভাবে নেবে।
নির্বাচনে থাকবে ইস্পাতের ব্যালট বাক্স : আসন্ন রাকসু নির্বাচনে স্টিলের ব্যালট বাক্সে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতোমধ্যে ১০২টি ইস্পাতের ব্যালট বাক্স প্রস্তুত করতে দিয়েছে কমিশন।