হাতিরঝিলে ঢাকা উত্তর সিটি করপোরেশন কর্তৃক ভেঙে ফেলা বাউন্ডারি ওয়ালের গ্রেড বিমের গুণগত মান বজায় রেখে মেরামতের নির্দেশ দিয়েছেন রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান মো. রিয়াজুল ইসলাম। গতকাল হাতিরঝিল পরিদর্শন শেষে তিনি এ নির্দেশনা দেন। পরিদর্শনকালে হাতিরঝিলের আমবাগান চল্লিশঘর এলাকায় ঢাকা উত্তর সিটি করপোরেশন অপরিকল্পিতভাবে একটি স্যুয়ারেজ লাইন সংযোগের কাজ চলছিল। এতে ভেঙে যায় হাতিরঝিলের বাউন্ডারি ওয়াল। এ সময় বাউন্ডারি ওয়ালের গ্রেড বিমের মেরামত কার্যক্রম চলমান থাকলেও তার গুণগত মান নিয়ে অসন্তোষ প্রকাশ করেন তিনি। এ বিষয়ে রাজউক চেয়ারম্যান ঢাকা উত্তর সিটি করপোরেশনকে উক্ত মেরামত কাজের সঠিক নকশা অনুসরণ করে সর্বোচ্চ গুণগত মান বজায় রাখার জন্য সংস্থাটিকে অবহিত করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।
তিনি হাতিরঝিল এলাকার সার্বিক নিরাপত্তা ও উল্টো পথে আসা যানবাহনের চলাচল বন্ধ করতে দায়িত্বরত আনসার সদস্যদের কঠোর নির্দেশনা দেন। এর আগে রাজউক চেয়ারম্যান হাতিরঝিল এলাকা নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম ঘুরে দেখেন এবং সঠিকভাবে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। পরিদর্শনকালে আরও উপস্থিত ছিলেন হাতিরঝিল প্রকল্প সংশ্লিষ্ট রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
এদিকে গতকাল বিকালে অগ্নি ও ভূমিকম্পসহ ভবন সম্পর্কিত অন্যান্য ঝুঁকি কমাতে তাঁতীবাজার পরিদর্শনে যান রাজউক চেয়ারম্যান। এ সময় জেলা প্রশাসন, সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ঢাকা ওয়াসা, তিতাস গ্যাস, ডিপিডিসিসহ অন্যান্য সরকারি সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
পরিদর্শন দল তাঁতীবাজারের সংকীর্ণ রাস্তা ও কোনো ধরনের নকশা না মেনে যত্রতত্র গড়ে ওঠা ভবনসমূহের দুর্ঘটনা সহনশীলতা নিয়ে শঙ্কা প্রকাশ করেন। রাজউকের ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী পর্যাপ্ত জায়গা না ছেড়ে নির্মিত ভবনগুলোর প্রায় বেশির ভাগেরই রাজউক অনুমোদিত কোনো নকশা পাওয়া যায়নি। পরিদর্শনকালে ভবন নির্মাণে ব্যত্যয় থাকায় পূর্বে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা একটি ভবন ঘুরে দেখা হয়। সেখানে একই ভবনে অতি সংকীর্ণ ও ঝুঁকিপূর্ণ সিঁড়ি পাওয়া যায়। একই ভবনে অননুমোদিত আবাসিক ও বাণিজ্যিক ব্যবহার লক্ষ্য করা যায়। ভবনটিতে কোনো অগ্নিনির্বাপণ ব্যবস্থা ও জরুরি বহির্গমনের জন্য কোনো সিঁড়ি পাওয়া যায়নি। এ সময় ভবনে বসবাসকারীরা বিদ্যুৎ সংযোগ পুনরায় স্থাপনের জন্য অনুরোধ করলেও ঝুঁকি বিবেচনায় ব্যত্যয় সংশোধনের পূর্বে সংযোগ পুনঃস্থাপন করা হবে না বলে কঠোরভাবে জানান রাজউক চেয়ারম্যান। এ সময় তিনি ভবনের বাসিন্দাদের ঝুঁকিপূর্ণ ভবনটিতে বসবাস না করার ব্যাপারে সচেতন থাকার পরামর্শ দেন।