দূরত্ব বাড়ছে নবগঠিত রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও জামায়াতে ইসলামীর। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে একই মঞ্চে আন্দোলনের পর প্রকাশ্য দ্বন্দ্বে জড়িয়েছে দল দুটি। অন্তর্বর্তী সরকারে থাকা ছাত্র উপদেষ্টা মাহফুজ আলম জামায়াত-শিবিরের বিরুদ্ধে বক্তব্য দিচ্ছেন। পাল্টা জবাব দিতে ছাড়ছেন না জামায়াত-শিবির নেতারাও। এ নিয়ে ফেসবুকসহ নানান মাধ্যমে তর্কযুদ্ধে জড়িয়ে পড়েছে পক্ষ দুটি। জুলাই গণ অভ্যুত্থান এবং পরবর্তী সময়ে মিত্র হিসেবে পরিচিত পক্ষ দুটির মধ্যে সম্পর্কের এ টানাপোড়েন নিয়ে রাজনৈতিক মহলে চলছে নানান আলোচনা।
এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘জামায়াতকে নিয়ে অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টার কথার সঙ্গে আমাদের দলের কোনো সম্পর্ক নেই। সেটি একান্তই তাঁর ব্যক্তিগত বিষয়। জামায়াত-এনসিপির যে দ্বন্দ্ব তৈরি হয়েছে তা নিয়ে আমাদের অবস্থান আমরা দলীয় বিবৃতিতে পরিষ্কার করেছি। একাত্তর এবং চব্বিশকে মুখোমুখি দাঁড় করানোর কোনো বিষয় এখানে নেই। রাজনীতিতে স্থায়ী মিত্র বা স্থায়ী শত্রু বলেও কোনো কথা নেই। জনগণের স্বার্থে যে কোনো গণতান্ত্রিক ও মানবাধিকার ইস্যুতে আমরা দেশের সব গণতান্ত্রিক পক্ষের সঙ্গে সহাবস্থান ধরে রাখতে চাই।’
এনসিপি সূত্র জানান, জুলাই গণ অভ্যুত্থানের পর প্রতিষ্ঠিত এনসিপিকে বিএনপি এবং জামায়াতের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে হচ্ছে। শুরুতেই বিএনপির সঙ্গে বিরোধপূর্ণ রাজনীতিতে জড়িয়ে পড়েছে এনসিপি। এদিকে জামায়াতের সঙ্গে লিখিত কোনো জোট না থাকলেও বন্ধুভাবাপন্ন সম্পর্ক ছিল এনসিপির। এতে রাজনৈতিক অঙ্গনে ডানপন্থি দল হিসেবে পরিচিত হতে শুরু করেছিল বিপ্লবীদের রাজনৈতিক দল এনসিপি। সর্বশেষ শাহবাগে আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে অনেকটা নীরব ভূমিকা পালন করেছে বিএনপি। এনসিপির নেতৃত্বে হওয়া আওয়ামী লীগ নিষিদ্ধের আন্দোলনে লোকবল ও সমর্থন দিয়ে সর্বোচ্চ সহযোগিতা করেছে জামায়াত। কিন্তু একটি সর্বদলীয় প্ল্যাটফর্মে সংঘটিত হওয়া এ আন্দোলনে জামায়াত-শিবির কর্মীরা দলীয় স্লোগান দিয়ে ও সংগীত গেয়ে এনসিপিকে বিতর্কের মুখে ফেলে দিয়েছেন। জামায়াত-শিবির কর্মীদের এহেন কর্মকা তাদের নিজেদের বিতর্কিত রাজনৈতিক ইতিহাসও পুনরায় জাতির সামনে তুলে এনেছে।
সব মিলিয়ে জামায়াতের ডানপন্থি রাজনীতির ছায়াতল থেকে বেরিয়ে এসে নিজেদের মধ্যপন্থি রাজনীতির আদর্শিক দল হিসেবে প্রতিষ্ঠার বয়ান তৈরি করতেই দলটির সঙ্গে দূরত্ব বাড়াচ্ছে এনসিপি।
দ্বন্দ্বের সূত্রপাত যেভাবে : জুলাই গণ অভ্যুত্থানে গণহত্যার দায়ে রাজনৈতিক দল আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে আন্দোলনের ডাক দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। ‘ফ্যাসিবাদবিরোধী জাতীয় ঐক্য’-এর ব্যানারে সংঘটিত এ আন্দোলনে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক-অরাজনৈতিক দল ও সংগঠন। বিএনপিবিহীন এ আন্দোলনে অংশ নেয় জামায়াতে ইসলামী, ছাত্রশিবির, আপ বাংলাদেশ, হেফাজতে ইসলাম, এবি পার্টি, লেবার পার্টি, খেলাফত মজলিসসহ অন্য দলগুলো। টানা তিন দিন আন্দোলনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্ত নেয় ১০ মে রাতে। আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের উৎসব ছাপিয়ে সমাজমাধ্যমের ইস্যু হয়ে ওঠে আন্দোলন চলাকালে ছাত্রশিবিরের নেতাদের দেওয়া ‘গোলাম আযমের বাংলায়, আওয়ামী লীগের ঠাঁই নাই’ স্লোগান। পাশাপাশি জাতীয় সংগীত পরিবেশনকালে ইসলামপন্থি দলের কতিপয় কর্মীর দ্বারা বাধা প্রদানের ভিডিও ছড়িয়ে পড়ে। এসব ঘটনায় সমাজমাধ্যমে শুরু হয় বিতর্ক। যেহেতু এনসিপি নেতারা ছিলেন এ আন্দোলনের নেতৃত্বে তাই দলটির নেতা-কর্মীরা এসব ঘটনায় সমালোচনার শিকার হন। মধ্যপন্থি দল হিসেবে পরিচিত এনসিপি নেতারা পড়েন বিতর্কের মুখে। ওইদিন রাতেই অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার উপদেষ্টা এবং জুলাই গণ অভ্যুত্থানের মাস্টারমাইন্ডখ্যাত সমন্বয়ক মাহফুজ আলম ফেসবুকে ‘দুটি কথা’ শীর্ষক একটি পোস্ট দেন। সেখানে ’৭১-এর মুক্তিযুদ্ধে যুদ্ধাপরাধের সহযোগীদের ক্ষমা চাইতে বলেন। তিনি আরও বলেন, ‘বাংলাদেশে রাজনীতি করতে হলে পাকিস্তানপন্থা বাদ দিতে হবে। পাকিস্তান এ দেশে গণহত্যা চালিয়েছে। (পাকিস্তান অফিসিয়ালি ক্ষমা চাইলেও, তদুপরি আবারও ক্ষমা চাইতে রাজি হলেও, যুদ্ধাপরাধের সহযোগীরা এখনো ক্ষমা চায়নি)। ইনিয়ে-বিনিয়ে গণহত্যার পক্ষে বয়ান উৎপাদন বন্ধ করতে হবে। জুলাইয়ের শক্তির মধ্যে ঢুকে স্যাবোটাজ করা বন্ধ করতে হবে। সাফ দিলে আসতে হবে।’
মাহফুজের এ পোস্টের তীব্র প্রতিক্রিয়া দেখান জামায়াত ও শিবির নেতা-কর্মীরা। শুরু হয় পক্ষে-বিপক্ষে বিতর্ক।
পরদিন রবিবার সন্ধ্যায় নিজের ভেরিফায়েড আইডিতে আরেকটি পোস্ট দেন মাহফুজ আলম। তবে পোস্ট দেওয়ার ৩ মিনিটের মাথায় তিনি সেটি সরিয়ে ফেলেন। কিন্তু এরই মধ্যে ছড়িয়ে পড়ে সে পোস্টের স্ক্রিনশট।
সে পোস্টে মাহফুজ আলম পাকিস্তানপন্থিদের যেখানে পাওয়া যাবে সেখানেই আঘাত করা হবে বলে হুঁশিয়ারি দেন। এ পোস্টের পর জামায়াত ও ছাত্রশিবিরের নেতারা তীব্র প্রতিক্রিয়া দেখান। সরকারের দায়িত্বশীল পদে থাকা অবস্থায় একটি দলের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন দাবি করে তাঁর বিরুদ্ধে ‘শপথভঙ্গের’ অভিযোগও করেন তাঁরা। শাহবাগ থানা জামায়াতের আমির শাহ মাহফুজুল হক এক টিভি অনুষ্ঠানে মাহফুজ আলম ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর হয়ে কাজ করছেন কি না সে প্রশ্ন তোলেন। সে বিতর্ক এখনো চলছে।
এদিকে এনসিপি নেতাদের বক্তব্য ও উপদেষ্টা মাহফুজ আলমের স্ট্যাটাস নিয়ে গত সোমবার জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে শীর্ষ নেতাদের জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। এ ছাড়া মঙ্গলবার জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকেও এসব বিষয়ে আলোচনা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াতের এক দায়িত্বশীল নেতা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ‘যে স্বপ্ন নিয়ে ছাত্র-জনতা রক্ত ঝরিয়েছে, জীবন দিয়েছে সে স্বপ্ন এখনো পূরণ হয়নি। এ পর্যায়ে এ ধরনের পুরোনো কাসুন্দি বা বিভাজনমূলক কথা জাতির আশা-আকাঙ্ক্ষার পরিপন্থি।’ তিনি আরও বলেন, ‘তথ্য উপদেষ্টা ফেসবুকে যে পোস্ট দিয়েছেন সেটা কার বা কোন দেশের পক্ষে? আমরা পাকিস্তানপন্থিও না ভারতপন্থিও না। এসব দেশের পন্থি হওয়ার জন্য আন্দোলন করিনি। জনগণের কল্যাণের জন্য আমরা মাঠে ছিলাম। দেশ এগিয়ে নেওয়ার জন্য সামনের দিনেও একসঙ্গে মাঠে থাকতে চাই।’ সূত্র জানান, বৈঠকে উপদেষ্টার এ বক্তব্য দুঃখজনক আখ্যায়িত করে তা প্রত্যাখ্যান করা হয়। নেতারা বলেন, বিগত ফ্যাসিস্ট সরকার ক্ষমতায় টিকে থাকার জন্য এ বিষয়টি বারবার সামনে এনে দেশে বিভাজনের রাজনৈতিক সংস্কৃতি চালু করেছিল। কিন্তু ’২৪-এর ছাত্র-জনতা এ বিভাজন ভূলুণ্ঠিত করে দেশ ফ্যাসিবাদমুক্ত করেছে। গোটা জাতিকে ঐক্যবদ্ধ করেছে। এমন সময় সরকারের দায়িত্বপ্রাপ্ত কোনো ব্যক্তির এ ধরনের কথাবার্তা জাতি আশা করে না। এ ধরনের বক্তব্যের পেছনে আওয়ামী লীগের সুদূরপ্রসারী তৎপরতা আছে বলে বৈঠকে অভিমত ব্যক্ত করা হয়।