মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল অ্যাক্ট’ কংগ্রেসে পাস হলে যুক্তরাষ্ট্রের সিটিজেন নন এমন গ্রিনকার্ডধারী, ওয়ার্ক পারমিটধারী, এইচ-১বি ভিসা, এফ-১ ভিসাধারী এবং অবৈধভাবে বসবাসরতরা নিজ দেশে অর্থ পাঠালে ৫ ভাগ হারে ট্যাক্স দিতে হবে। প্রস্তাবিত বিলে ট্যাক্সের ক্ষেত্রে কোনো ছাড়-সীমা উল্লেখ নেই। অর্থাৎ, যে কোনো অঙ্কের অর্থ পাঠালেই ট্যাক্স দিতে হবে। তবে যুক্তরাষ্ট্রের সিটিজেনদের ক্ষেত্রে এ নিয়ম প্রযোজ্য হবে না। রবিবার রাতে যুক্তরাষ্ট্রের হাউস বাজেট কমিটি ১১১৬ পাতার নতুন এ বিলের পক্ষে ভোট দিয়েছে। সেখানে বিলটি ১৭-১৬ ভোটে পাস হয়। এর ফলে বহুল আলোচিত বিলটি কংগ্রেসের নিম্নকক্ষে ভোটের পথে একধাপ এগিয়ে গেছে। বিলটি আইনে পরিণত হলে যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে অর্থ পাঠানোর ওপর বড় ধরনের একটি ধাক্কা পড়বে বলে অভিজ্ঞজনরা মনে করছেন। সোনালী এক্সচেঞ্জ, সানম্যান এক্সপ্রেস, স্মৃতি মানি ট্র্যান্সফার সূত্রে জানা গেছে, বাংলাদেশে ব্যবসা-বিনিয়োগ এবং স্বজনের কাছে নিয়মিত অর্থ প্রেরণকারীদের ৮০ ভাগ হলেন নন-সিটিজেন অর্থাৎ তারা যুক্তরাষ্ট্রের গ্রিনকাডধারী অথবা ওয়ার্ক পারমিটধারী এবং কাগজপত্রহীন প্রবাসী। কঠোর শ্রমে অর্জিত অর্থের বড় একটি অংশ তারা স্বজনের কাছে পাঠিয়ে আসছেন। পাঠানো অর্থের ওপর বাংলাদেশ সরকার যখন আড়াই ভাগ হারে বোনাস দিচ্ছে, সে সময়ে ৫ ভাগ হারে ট্যাক্স ধার্যের এ প্রস্তাবকে গরিবের পেটে লাথি মারার শামিল বলে মন্তব্য করছেন মানবাধিকার ও অভিবাসীদের অধিকার নিয়ে সরব ড. পার্থ ব্যানার্জি। ড. পাার্থ বলেছেন, ভারত, বাংলাদেশ, মেক্সিকো, পাকিস্তান, শ্রীলংকা, নেপালের জাতীয় অর্থনীতিতে বড় ধরনের ভূমিকা রাখে মার্কিন প্রবাসীদের রেমিট্যান্স। তার ওপর যদি ৫ ভাগ হারে ট্রাম্পের এ ট্যাক্স আরোপের প্রস্তাব আইনে পরিণত হয় তাহলে গন্তব্যে অর্থের পরিমাণ কমবে। স্মৃতি মানি রেমিট্যান্সের সিইও ড. মাহাবুবুর রহমান টুকু জানান, নতুন আইনে শুধু পারিবারিক খরচের জন্য অর্থ পাঠানোর ওপর নয়, শেয়ার বিক্রি বা অন্য বিনিয়োগের লাভের অর্থও এ ট্যাক্সের আওতায় আসবে। এতে যুক্তরাষ্ট্রে বসবাসরত বিদেশিদের জন্য দেশে সম্পদ ব্যবস্থাপনা কঠিন হয়ে পড়বে।
শিরোনাম
- ইরানে ইসরায়েলি হামলায় নিন্দা পুতিনের
- ৫৩ বছর ইমামতি শেষে গ্রামবাসীর সম্মাননা পেলেন মাওলানা কবির
- ইসরায়েলের দুটি যুদ্ধবিমান ভূপাতিত ও পাইলট আটকের দাবি ইরানের
- ইসরায়েলে দুই শতাধিক মিসাইল হামলা ইরানের
- ‘ইহুদিবাদীদের বর্বরোচিত হামলার জবাব’
- ইসরায়েলিদের নতুন করে আশ্রয়কেন্দ্রে যাওয়ার নির্দেশ আইডিএফের
- ‘নরকের দরজা খুলে যাবে ইসরায়েলের জন্য’
- দক্ষিণ আফ্রিকায় মুক্তিপণ না পেয়ে বাংলাদেশিকে হত্যা
- কুষ্টিয়ায় পিসিআর ল্যাবের সব যন্ত্রাংশ চুরি, আতঙ্কিত জনসাধারণ
- কাজীরহাট-আরিচা নৌরুটে যাত্রীর চাপ, গরমে অতিষ্ঠ যাত্রীরা
- ইরানকে চুক্তির আহ্বান ট্রাম্পের, নইলে আরও ‘ভয়াবহ হামলার’ হুঁশিয়ারি
- আত্মগোপনে নেতানিয়াহু!
- বরিশালে যুবদল নেতার বিরুদ্ধে মামলা, তদন্ত কমিটি গঠন
- নোয়াখালীতে ৮ হাজার ইয়াবাসহ যুবক গ্রেফতার
- শনিবার দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা
- সারা দেশে পুলিশের বিশেষ অভিযানে গ্রেফতার ১৫৬৭
- মাগুরায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল একজনের
- সুন্দরবনে হরিণ শিকারের ১৩৫ ফাঁদ জব্দ
- নাফনদে নিখোঁজ জেলের মরদেহ উদ্ধার
- ঝিনাইদহে বিএনপি নেতার সভায় ককটেল বিস্ফোরণ
ট্রাম্পের রেমিট্যান্স ট্যাক্সে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশ
লাবলু আনসার, যুক্তরাষ্ট্র
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর