সুশীল সমাজ বলতে সমাজের বিশিষ্টজনদের বোঝানো হয়ে থাকে। যারা দেশের বিভিন্ন ইস্যুতে নিজেদের সুচিন্তিত মতামত ব্যক্ত করে থাকেন। বিভিন্ন সময় অন্যায়-অবিচারের বিরুদ্ধে তারা সোচ্চার থাকতেন। বিগত সময় বিভিন্ন ইস্যুতে গণমাধ্যমও তাদের বক্তব্য প্রচার করেছে। কিন্তু বর্তমান সময়ে বিবেকের তাড়নায় অথবা গণমাধ্যমের প্রয়োজনে কেউ কোনো কথা বলছেন না। বিগত সময়ে আওয়ামী লীগ ঘরানার সুশীল ব্যক্তির অভাব ছিল না। এখন তারা সবাই চুপ হয়ে গেছেন। নিরপেক্ষ অবস্থান থেকে যারা কথা বলতেন তাদের প্রায় সবাই বর্তমান সরকারের বিভিন্ন অ্যাসাইনমেন্টে আছেন। সে কারণে এখন গণমাধ্যম খুঁজে পাচ্ছে না সুশীলদের। সমাজের বিশিষ্টজন বা সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে রয়েছেন রেহমান সোবহান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক, অধ্যাপক ড. এস এম এ ফায়েজ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. দেবপ্রিয় ভট্টাচার্য, ড. সালেহ উদ্দিন আহমেদ, ওয়াহিদউদ্দিন মাহমুদ, ড. আহসান এইচ মনসুর, ড. আলী রীয়াজ প্রমুখ। কিন্তু অন্তর্বর্তী সরকার গঠন হওয়ার পর সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিরা প্রায় সবাই কোনো না কোনোভাবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। কেউ উপদেষ্টা হয়েছেন, কেউ কেউ সংস্কার কমিশনে স্থান পেয়েছেন। যে কারণে সরকারের বাইরে থেকে সুশীল সমাজের প্রতিনিধি হিসেবে ভূমিকা রাখা ব্যক্তিদের সংখ্যা কমে গেছে। হাতে গোনা দু-একজন ব্যক্তি ছাড়া বিশেষ কোনো ইস্যুতে বক্তব্য নেওয়ার গ্রহণযোগ্য কাউকে পাওয়া যাচ্ছে না। এদিকে রেহমান সোবহান বর্তমানে বিভিন্ন একাডেমিক আলোচনায় অংশ নিচ্ছেন। সিরাজুল ইসলাম চৌধুরী, আবুল কাসেম ফজলুল হক, সৈয়দ মনজুরুল ইসলাম বিভিন্ন পত্রিকায় কলাম লিখছেন। ড. বদিউল আলম মজুমদার, ড. ইফতেখারুজ্জামান, ড. আলী রীয়াজ বিভিন্ন সংস্কার কমিশনে ছিলেন। বর্তমানে জাতীয় ঐকমত্য কমিশনে রয়েছেন। ড. সালেহ উদ্দিন আহমেদ ও ওয়াহিদউদ্দিন মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন। এ ছাড়াও আহসান এইচ মনসুর এখন বাংলাদেশ ব্যাংকের গভর্নর। অর্থনৈতিক পরিস্থিতিবিষয়ক শ্বেতপত্র প্রণয়ন কমিটির প্রধান ছিলেন দেবপ্রিয় ভট্টাচার্য। তিনিও সরকারের সঙ্গেই রয়েছেন। আওয়ামী লীগ ঘরানার সুশীল সমাজের প্রতিনিধি ড. এ কে আজাদ চৌধুরী, ড. মুহম্মদ জাফর ইকবাল, হারুন-অর-রশিদ, ড. মীজানুর রহমানসহ অন্যদের খবরও মিলছে না। অর্থতৈনিক সংকট, ব্যবসায়ীদের হয়রানি, দুর্নীতিবিরোধী তৎপরতা এবং নারী অধিকারসহ গুরুত্বপূর্ণ নানা ইস্যুতে দীর্ঘকাল ধরেই সোচ্চার ছিল সুশীল সমাজ। রাজনৈতিক দল এমনকি সরকারের ওপর চাপ তৈরি করতেও তাদের ভূমিকা আলোচনায় এসেছে নানা সময়ে। কিন্তু সুশীল সমাজের সেই ‘শক্তিশালী কণ্ঠ’ ক্রমেই ম্রিয়মাণ হয়ে যাচ্ছে। দেশের বর্তমান সংকট নিয়ে কেউ কোনো কথা বলছেন না বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ২০০৭ সালের জানুয়ারিতে সেনাসমর্থিত সরকার ক্ষমতায় আসার আগের কয়েক বছরেও নির্বাচনে সৎ ও যোগ্য প্রার্থী দেওয়া এবং রাজনীতির দুর্বৃত্তায়ন বন্ধে বেশ সংঘবদ্ধ হয়ে উঠেছিল সুশীল সমাজের একটি অংশ। তারও আগে বিশেষ করে আশি ও নব্বইয়ের দশকে দেশের বুদ্ধিজীবীরা গুরুত্বপূর্ণ ঘটনা বা ইস্যুতে যে দলবদ্ধ বক্তব্য বা বিবৃতি দিতেন তা আলোচনার ঝড় তুলে ছিল। আবার এরশাদের পতনের পর বিএনপি ও আওয়ামী লীগের মোট তিনটি আমলেই নানা অনিয়ম-দুর্নীতি নিয়ে জোটবদ্ধ থেকে শক্তি দেখিয়ে জনস্বার্থে কথা বলেছে সুশীল সমাজ। বিশ্লেষকদের মতে, বাস্তবতা হলো এখন অনেক ঘটনাতে সুশীল সমাজের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বরং খুব একটা দৃষ্টি দিতে চান না বলেও অভিযোগ উঠেছে। আবার যারা কথা বলার চেষ্টা করেন তাদের অনেককে সংগঠিত আক্রমণের মুখে পড়তে হয় বিভিন্ন প্ল্যাটফর্ম ও সামাজিক যোগাযোগমাধ্যমে। অনেকের মতে, বাংলাদেশে সেই অর্থে সুশীল সমাজ কখনো তৈরিই হয়নি বরং সামরিক শাসনের অবসানের পর রাজনৈতিক সরকারগুলোর সময়ে সুশীল সমাজের অধিকাংশ ব্যক্তির রাজনৈতিক চরিত্র পরিষ্কার হয়ে গেছে। নানা কারণে চুপসে গেছে অনেকেই। বাংলাদেশের সুশীল সমাজ বিভিন্ন পক্ষভুক্ত হয়ে গেছে। সংকুচিত হয়েছে জাতীয় স্বার্থে কথা বলার সুযোগও।
শিরোনাম
- ঢাবিতে ছাত্রশিবিরের বিক্ষোভ মিছিল
- এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় অলি আহমদের নিন্দা
- বৃহস্পতিবার সারাদেশে জামায়াতের বিক্ষোভ
- খুলনায় এনসিপি নেতারা, রাত সাড়ে ৯টায় সংবাদ সম্মেলন
- এবার ভারত-চীন-ব্রাজিলকে কঠোর হুঁশিয়ারি ন্যাটোর
- আবারও নিউইয়র্কের মেয়র নির্বাচনের লড়াইয়ে সেই অ্যান্ড্রু কুমো
- বিরলে চালককে হত্যা করে ভ্যান ছিনতাই
- প্রাইভেট কারের সাথে সংঘর্ষে অটোরিকশা খালে, যুবক নিহত
- এনসিপির কর্মসূচিতে হামলার তীব্র নিন্দা বাংলাদেশ খেলাফত মজলিসের
- পাকিস্তানি এয়ারলাইনসের নিষেধাজ্ঞা প্রত্যাহার করল যুক্তরাজ্য
- নীলফামারীতে ‘জুলাই শহিদ দিবস’ পালিত
- বরিশালে ডেঙ্গু জ্বরে বৃদ্ধার মৃত্যু
- ব্লকেড সরিয়ে নেওয়ার আহ্বান নাহিদের
- শ্রীবরদীতে বন্য হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চেক বিতরণ
- ইরান আরও কঠোর জবাব দিতে প্রস্তুত, আয়াতুল্লাহ খামেনির হুঁশিয়ারি
- বগুড়ায় কৃষকদের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ
- চীনের সমর্থনের প্রশংসা করল ইরান
- তিস্তায় ১২ হাজার কোটি টাকার প্রকল্প বাস্তবায়নের পথে : পরিবেশ উপদেষ্টা
- ইসরায়েলি হামলায় সিরিয়ার সেনা সদর দফতরে বিস্ফোরণ
- পলাতক ৮ আসামিকে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ
দেশে সুশীল সংকট
গোলাম রাব্বানী
প্রিন্ট ভার্সন

এই বিভাগের আরও খবর
সর্বশেষ খবর

এনসিপির গাড়িবহরে ফের নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের হামলা, রণক্ষেত্র গোপালগঞ্জ
৫ ঘণ্টা আগে | রাজনীতি

মুজিববাদীরা মুক্তিযুদ্ধকে কলুষিত করেছে, গোপালগঞ্জকেও কলুষিত করেছে: নাহিদ ইসলাম
৫ ঘণ্টা আগে | রাজনীতি