নিউইয়র্কে হামলার ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, নিউইয়র্কে এনসিপি নেতাদের ওপর হামলা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। এর আগেও উপদেষ্টা মাহফুজ আলমসহ অভ্যুত্থানের পক্ষের শক্তিকে দেশের ভিতর ও বাইরে হেনস্তা করা হয়েছে। এসব ঘটনার পেছনে প্রশাসনের কর্তাব্যক্তিরাই জড়িত। তারা তথ্য দেয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের গাফিলতি আছে, তাদের কাছে আমরা জবাবদিহিতা চাই। গতকাল রাজধানীর বাংলামোটরে দলীয় কার্যালয়ে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
এ সময় এনসিপির আহ্বায়ক সরকার ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নিউইয়র্কের ঘটনায় হামলাকারীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেপ্তার করাসহ নিউইয়র্কের কনস্যুলেট জেনারেলকে অবিলম্বে পদত্যাগ দাবি করেন। এ ছাড়া ঘটনার তদন্ত করে নিরাপত্তা বিধানে ব্যর্থ কর্মকর্তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ, ফ্যাসিবাদের জমানায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগকৃত আওয়ামী দোসরদের অপসারণ, উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার ঘটনায় যে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে- তাদের তালিকা প্রকাশ, জুলাই গণহত্যার বিচার স্বচ্ছ ও ত্বরান্বিত করা ও দল হিসেবে মানবতাবিরোধী ট্রাইব্যুনালে সন্ত্রাসী আওয়ামী লীগের বিচার নিশ্চিত করার দাবি জানায় এনসিপি।
সংবাদ সম্মেলনে ক্ষোভ প্রকাশ করে নাহিদ ইসলাম সরকার এবং পররাষ্ট্র উপদেষ্টার কাছে জবাবদিহিতা চেয়ে বলেন, ড. ইউনূস তাঁর সফরসঙ্গী হিসেবে রাজনৈতিক নেতাদের নিয়ে গেলেন, সেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। প্রধান উপদেষ্টার আহ্বানেই আমরা রাজি হয়েছিলাম। সেখানে তাদের সম্পূর্ণ নিরাপত্তা এবং সম্মান নিশ্চিত করার দায়িত্ব ছিল সরকার এবং প্রশাসনের। কিন্তু সেটি করতে তারা ব্যর্থ হয়েছে। আওয়ামী লীগ দেশে-বিদেশে অপতৎপরতা চালিয়ে দেশকে অস্থিতিশীল করছে।
এনসিপি আহ্বায়ক আরও বলেন, একদিকে যেমন আওয়ামী লীগ তৎপরতা চালাচ্ছে, ষড়যন্ত্র করছে, সন্ত্রাসী কার্যক্রম করছে। অন্যদিকে দেশের কোনো কোনো রাজনীতিবিদ আওয়ামী লীগকে নির্বাচনে আনার ষড়যন্ত্র করছেন। আমরা স্পষ্টভাবে বলতে চাই, আওয়ামী লীগকে নির্বাচনে আনার অথবা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার কোনো সুযোগ নেই। যারা এটা করার চেষ্টা করবে জনগণ তাদের বিরুদ্ধে দাঁড়াবে। তাদের রাজনীতি বাংলাদেশ থেকে নাই হয়ে যাবে। তিনি বলেন, আওয়ামী লীগকে পুনর্বাসন করার রাজনীতি বিএনপি যদি গ্রহণ করে থাকে, সেই রাজনীতি বিএনপির জন্য কাল হয়ে দাঁড়াবে। এ সময় তিনি বিএনপিকে আওয়ামী লীগের পুনর্বাসনের পরিবর্তে বাংলাদেশ পুনর্গঠনে কাজ করার আহ্বান জানান।
নাহিদ ইসলাম সরকারের সমালোচনা করে বলেন, গণ অভ্যুত্থানের নেতারা, শহীদ পরিবার ও আহতদেরকে আক্রমণ করছে। সাইবার জগতে নানা অপপ্রচার চালাচ্ছে। এসব ঘটনার ধারাবাহিকতায় নিউইয়র্কে হামলার ঘটনা ঘটেছে। এই ক্রমাগত হামলা, ষড়যন্ত্র এবং অপতৎপরতার বিরুদ্ধে সরকার কোনো উপযুক্ত ব্যবস্থা নেয় নাই। তিনি বলেন, আমরা দেখেছি, ট্রাইব্যুনালের বাইরে সাধারণ কোর্টে আওয়ামী লীগের নেতাদের নামে যেসব মামলা করা হয়েছে, তাদেরকে জামিন দেওয়া হচ্ছে। অনেক আসামি জামিন পেয়ে পালিয়ে যাচ্ছে। অনেকে জামিন পেয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে। হুমকি দিচ্ছে। হামলা করছে। এ অবস্থা থেকে উত্তরণ করাটা সরকারের দায়িত্ব।

নিউইয়র্কে হামলার প্রতিবাদে শাহবাগে এনসিপির বিক্ষোভ : সরকারিভাবে যুক্তরাষ্ট্র সফররত জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাদের ওপর আওয়ামী লীগের হামলা এবং ডিম নিক্ষেপের ঘটনার প্রতিবাদে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ করেছেন এনসিপি নেতা-কর্মীরা। গতকাল বিকালে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ বিক্ষোভ কর্মসূচি পালিত হয়। এ সময় তারা অন্তর্বর্তী সরকারের আমন্ত্রণে যাওয়া সফরে এনসিপি নেতাদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সরকারের সমালোচনা করেন। তারা বলেন, ধারাবাহিকভাবে আওয়ামী লীগ দেশে ও বিদেশে এমন ঘটনা ঘটিয়ে যাচ্ছে। গণ অভ্যুত্থানের নেতৃত্বকে টার্গেট করে হামলা করা হচ্ছে। তাই দল হিসেবে আওয়ামী লীগের বিচার এখন সময়ের দাবি। তাদের বিচার করতে হবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ এনসিপি আয়োজিত এ বিক্ষোভ কর্মসূচিতে দলের কেন্দ্রীয় নেতারা অংশ নেন।