নিখোঁজের চার দিন পর জুলাই গণ অভ্যুত্থানের সক্রিয় কর্মী ও তুরাগ থানা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক মাওলানা মামুনুর রশীদকে উদ্ধার করেছে পুলিশ। গতকাল দুপুরে পূর্বাচলের ১ নম্বর সেক্টরের মসজিদ থেকে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। পরে চিকিৎসার জন্য তাকে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজের পর থেকে মামুনের মোবাইল ফোন বন্ধ থাকলেও তাকে অপহরণ করা হয়েছিল নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে সে বিষয়ে এখনো ধোঁয়াশায় পুলিশ। পূর্ব শত্রুতা ও রাজনৈতিক বিরোধের মতো বিষয়গুলো ঘেঁটে অপহরণ করার মতো কোনো বিষয় খুঁজে পায়নি তদন্ত সংশ্লিষ্টরা। জুমার নামাজের সময়ে তিনি মসজিদে কীভাবে এলেন? সেটি নিয়েও রহস্য দেখা দিয়েছে। তবে মামুন কিছুটা সুস্থ হলে তাকে জিজ্ঞাসাবাদ করে অপহরণের সত্যতা পাওয়া গেলে জড়িতদের আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছে পুলিশ। মামুনকে উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে ?ডিএমপির উত্তরা বিভাগের ডিসি মো. মহিদুল ইসলাম বলেন, মাওলানা মামুনুর রশীদকে অসুস্থ অবস্থায় উদ্ধার করেছি। চিকিৎসার জন্য তাকে কুয়েত মৈত্রীর হাসপাতালে পাঠানো হয়েছে। সুস্থ হলে জিজ্ঞাসাবাদ করা হবে তিনি কীভাবে নিখোঁজ হন। পরে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে জানানো হবে। এরপর তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
এর আগে, মামুনের স্বজনরা জানায়, গত রবিবার রাতে একটি অপরিচিত নম্বর থেকে মামুনকে ফোন করে সরাসরি অপহরণের হুমকি দেওয়া হয়। হুমকির পরদিন সোমবার ভোরে রাজধানীর উত্তরার বাসা থেকে বের হয়ে নিখোঁজ হন তিনি। নিখোঁজের পর ওইদিনই তুরাগ থানায় তার নিখোঁজের বিষয়ে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছিল। গতকাল সকালে জাতীয় জাদুঘরের সামনে নিখোঁজ মামুনুর রশীদের সন্ধান চেয়ে মানববন্ধন করে তার পরিবার। আগামী ২৪ ঘণ্টার মধ্যে মামুনকে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবি জানান বক্তারা।