মঙ্গলবার, ১১ ডিসেম্বর, ২০১৮ ০০:০০ টা

শীতকালীন ব্রঙ্কাইটিস ও হৃদরোগ

শীতকালীন ব্রঙ্কাইটিস ও হৃদরোগ

যারা খুব বেশি ধূমপান করেন বা খুব বেশি ধুলাময় পরিবেশে কাজ করেন এমন ব্যক্তিদের প্রায়ই কাশিতে আক্রান্ত হতে দেখা যায়। কাশি দীর্ঘমেয়াদি হলে আক্রান্ত ব্যক্তির ফুসফুসে প্রদাহ সৃষ্টি হয়, ফলে ধীরে ধীরে ফুসফুস ক্ষতিগ্রস্ত হতে থাকে। কাশি যত বেশি সময় বিদ্যমান থাকে ফুসফুসও ততবেশি ক্ষতিগ্রস্ত হতে থাকে। এ ধরনের অসুস্থতাকে ব্রঙ্কাইটিস/ঈঙচউ বলা হয়। সাধারণত শীতকালে এ ব্রঙ্কাইটিসের মাত্রা আরও বেড়ে যায়। অন্যদিকে মধ্যবয়স থেকে এ রোগে আক্রান্ত হওয়ার প্রবণতা পরিলক্ষিত হয় এবং প্রতিকার গ্রহণ না করলে খুব দ্রুত ফুসফুস মারাত্মক ক্ষতির সম্মুখীন হয়। এক সময় কাশির পাশাপাশি আক্রান্ত ব্যক্তির শ্বাসকষ্ট হতে থাকে। এছাড়া বায়ুদূষণের মাত্রা বাড়লে  দিন দিন এ রোগে আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বেড়ে যায়। অন্যদিকে শ্বাসকষ্ট বা হাঁপানি আমাদের দেশে সচরাচর পরিলক্ষিত অসুস্থতা। অ্যাজমা এমন এক ধরনের অসুস্থতা যার জন্য কমবেশি সারা জীবন চিকিৎসা গ্রহণ করার প্রয়োজন হয়। বর্তমান সময় অ্যাজমার চিকিৎসার বেশ অগ্রগতি হয়েছে। ফলে সুচিকিৎসা গ্রহণ করলে রোগী প্রায় স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তবে দিন দিন আক্রান্ত ব্যক্তির ফুসফুসের প্রভূত ক্ষতিসাধিত হতে থাকে, যা এক সময় হৃদপিণ্ডকে আক্রান্ত করে থাকে। উল্লিখিত দু’ধরনের শ্বাসকষ্টই সাধারণত দীর্ঘমেয়াদি অসুস্থতা এবং উভয় অসুস্থতার ফলে ফুসফুসের স্থায়ী ক্ষতি সাধিত হতে থাকে। ফুসফুসের ক্ষতির মাত্রা একটি নির্দিষ্ট মাত্রায় পৌঁছার ফলশ্রতিতে রোগীর হার্ট বা হৃদপিণ্ড অকেজো হতে থাকে। হার্টের ওপর এসব অসুস্থতার প্রভাব দিন দিন বৃদ্ধি পেতে থাকে এবং রোগী হার্ট ফেইলুরের দিকে অগ্রসর হতে থাকে। যেহেতু উভয় ধরনের অসুস্থতা নিরাময়যোগ্য নয়, তাই এ থেকে হার্ট ফেইলুর হওয়ার হার প্রায় শতভাগ, এর মানে এ ধরনের প্রায় সব রোগীই সময়ের আবর্তে হার্ট ফেইলুরে আক্রান্ত হবে এটা অবধারিত। এ সময় রোগীদের শ্বাসকষ্টের তীব্রতা বৃদ্ধি পায়। রোগীকে প্রায়ই নেবুলাইজেশন নিতে হয় এবং অক্সিজেন দেওয়ার প্রয়োজনীয়তা বৃদ্ধি পেতে থাকে। অনেক ক্ষেত্রে রোগীর শারীরিক অবস্থার দ্রুত অবনতি ঘটতে থাকে। তাই এসব ক্ষেত্রে রোগের লক্ষণ বা উপসর্গ সম্পর্কে ধারণা থাকতে হবে। কারণ লক্ষণ প্রকাশের সঙ্গে সঙ্গে চিকিৎসা নিলে দ্রুত আরোগ্য লাভ হয়। লক্ষণসমূহ : রোগী হার্ট ফেইলুরে আক্রান্ত হওয়ার ফলে শ্বাসকষ্টের মাত্রা বৃদ্ধি পেতে থাকবে। আগের চিকিৎসা (মেডিসিন) শ্বাসকষ্ট নিরাময়ে ব্যর্থ হয়। কাজকর্ম করার যোগ্যতা কমতে থাকে। পরিশ্রমে সহজে হাঁপিয়ে যান। বুক ধড়ফড় করা, বিশেষ করে শ্বাসকষ্ট বৃদ্ধির সময় এবং কায়িক শ্রম সম্পাদনের সময়। বিছানায় শুতে গেলে শ্বাসকষ্ট খুব বেশি প্রকট আকার ধারণ করে এবং তার সঙ্গে কাশির উদ্রেগ হয়। শরীর, হাত, পা ও মুখে পানি জমতে থাকে। পেটে পানি জমা হওয়ার ফলে পেট বড় হয়ে যায়, বদহজম দেখা দেয়, ক্ষুধামন্দা দেখা দেয়। কারও কারও লিভার বড় হওয়ার জন্য পেটের উপরের অংশের ডানপাশ ও মাঝখানে চাকা ও ব্যথা অনুভূত হয়। হার্ট ফেইলুর আক্রান্ত হলে ধীরে ধীরে রোগীর শারীরিক যোগ্যতা কমতে থাক। রোগী সাধারণ কাজকর্ম করতে গেলে হাঁপিয়ে উঠেন।

ডা. এম শমশের আলী (কার্ডিওলজিস্ট)

সিনিয়র কনসালটেন্ট (প্রা.), ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল, ঢাকা।

সর্বশেষ খবর