বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯ ০০:০০ টা
প্রেসক্রিপশন

ডেঙ্গু প্রতিরোধে করণীয়

স্বাস্থ্য ডেস্ক

স্ত্রী এডিস মশা সাধারণত অল্প পানিতে, যেমন ঘরের ভিতরে জমে থাকা পানি, টবের পানি, ফ্রিজের পিছনে জমে থাকা পানি ইত্যাদিতে ডিম পাড়ে। তাই ফুলের টবসহ বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত অপসারণ করুন। অন্তত তিন-চার দিন পর পর করা ভালো। এডিস মশা সাধারণত দিনের প্রথম ভাগে (সকালে) ও শেষ ভাগে (বিকালে) বেশি কামড়ায়। তবে রাতে ও অন্যান্য সময়ও কামড়াতে পারে। এ জন্য সব সময় মশারি টাঙিয়ে ঘুমানোর অভ্যাস করা উচিত। প্রয়োজনে মশার কয়েল, ইনসেক্ট ¯ন্ডেপ্র ব্যবহার করুন। পারতপক্ষে দিনের বেলা ঘুমানোর অভ্যাস কমানো উচিত। দিনে ঘুমালেও মশারি ব্যবহার করুন। শিশুদের দিকে বিশেষ খেয়াল রাখুন। কেননা তারা মশা তাড়াতে পারে না বলে মশা সহজে কামড়ায়।

এই রকম আরও টপিক

সর্বশেষ খবর