ঢাকার অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ। ১৯৬৫ সালে এটি প্রতিষ্ঠিত হয়। এখানে শিক্ষার মান, শৃঙ্খলা এবং শিক্ষক-শিক্ষিকাদের যত্ন- সবকিছু অনন্য। প্রতিদিন সকালে ঘণ্টা বাজার সঙ্গে সঙ্গে চারদিক থেকে ভেসে আসে শিক্ষার্থীদের কোলাহল। ইউনিফর্ম পরা সারি সারি ছাত্র-ছাত্রী সহপাঠীদের দেখে মন ভরে যায়। শিক্ষকরা শুধু পাঠ্যবইয়ের পড়া শেখান না, তারা শেখান জীবন গড়ার পথও। এ শিক্ষাপ্রতিষ্ঠানের মূলমন্ত্র হচ্ছে, ‘Education for Moral and Academic Excellence.’ মানে শুধু ভালো রেজাল্ট নয়, ভালো মানুষ হওয়াটাই মূল লক্ষ্য। এখানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান, বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার মাধ্যমে শিক্ষার্থীরা নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পায়। আমার কাছে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমার দ্বিতীয় বাড়ি। এখানকার প্রতিটি দেয়াল, প্রতিটি বেঞ্চ, প্রতিটি সকাল আমার মনে অজস্র স্মৃতি গেঁথে রেখেছে। আমি গর্বিত যে, আমি এই প্রতিষ্ঠানের একজন শিক্ষার্থী।
লেখক : ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী, আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ