শুধু বাংলাদেশেই নয়, আন্তর্জাতিক পরিমন্ডলেও ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সুনাম ছড়িয়ে পড়েছে। প্রতিষ্ঠাতা ড. মো. সবুর খানের দূরদর্শী নেতৃত্ব আর প্রতিষ্ঠাকালীন উপাচার্য আমিনুল ইসলামের বিচক্ষণতায় শুরু থেকেই প্রযুক্তিভিত্তিক কার্যক্রমের সংশ্লিষ্টতা এবং তরুণ উদ্যোক্তা সৃষ্টির পৃষ্ঠপোষকতাই বিশ্ববিদ্যালয়টিকে আজ সেরা শিক্ষাপ্রতিষ্ঠানের একটিতে পরিণত করতে সক্ষম হয়েছে। ‘ব্লেনডেড লার্নিং’ শিক্ষাব্যবস্থা প্রবর্তনের মাধ্যমে এরই মধ্যে অনলাইন শিক্ষায় বাংলাদেশে রোল মডেল হওয়ার গৌরব অর্জন করেছে। প্রায় ৬০ একর জায়গার ওপর তৈরি করা হয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাস। ঢাকার অদূরে ছায়াঘেরা, পাখির কলকাকলিতে মুখরিত ছায়া সুনিবিড় শান্তিময় সবুজ পরিবেশে আশুলিয়ায় ড্যাফোডিল স্মার্ট সিটিতে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাস। এ বিশ্ববিদ্যালয়ের রয়েছে জাতীয় ও আন্তর্জাতিক স্বীকৃতি। অতিসম্প্রতি তথ্যপ্রযুক্তির অলিম্পিক-খ্যাত বিশ্ব সম্মেলন ওয়ার্ল্ড কংগ্রেস অন ইনফরমেশন টেকনোলজিতে (ডব্লিউসিআইটি-২০২১) ‘ই-এডুকেশন অ্যান্ড লার্নিং’ এ ‘গ্লোবাল আইসিটি এক্সসেলেন্স অ্যাওয়ার্ড’ পাওয়ার গৌরব অর্জন করেছে বিশ্ববিদ্যালয়টি। গুণগত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে শিক্ষার্থীদের থাকা, খাওয়ার পরিবেশের গুরুত্বও কম নয়। শিক্ষার্থীদের আবাসন সংকট দূরীকরণে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে রয়েছে আন্তর্জাতিক মানের হোস্টেল সুবিধা। শিক্ষাবান্ধব পরিবেশ, মানসম্পন্ন খাবার, ইন্টারনেট, ওয়াইফাই, শক্তিশালী নিরাপত্তাব্যবস্থাসহ বর্তমানে প্রায় ১০, ০০০ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা রয়েছে এ বিশ্বদ্যালয়ে। মহামারির এই সময়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্প্রিং-২০২১ সেমিস্টারের শিক্ষার্থীদের জন্য ২২ কোটি টাকার প্রণোদনা প্রদান করেছে। শিক্ষার্থীদের কর্ম উপযোগী করে গড়ে তুলতে ‘ক্যারিয়ার ডেভেলপমেন্ট সেন্টার’ (সিডিসি) বিশ্ববিদ্যালয় এবং শিল্পপ্রতিষ্ঠানের মধ্যে একটি সুসম্পর্ক এবং সেতুবন্ধন তৈরির মাধ্যমে প্রতিনিয়ত শিক্ষার্থীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে যাচ্ছে। শিক্ষার্থীদের উদ্ভাবনী মেধাকে জাগ্রত করার লক্ষ্যে বাংলাদেশে প্রথমবারের মতো ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে ‘ইনোভেশন ল্যাব’ প্রতিষ্ঠা করা হয়েছে। বাংলাদেশের শিক্ষাব্যবস্থাকে আন্তর্জাতিক মানে নিয়ে যেতে শুরু থেকেই নিরলসভাবে কাজ করছে বিশ্ববিদ্যালয়টি। বিশ্বের ৫০০টিরও অধিক স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছে এ বিশ্ববিদ্যালয়টি। বিদেশি শিক্ষার্থীদের পদচারণেও মুখরিত হয়ে উঠেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আঙিনা। বিশ্বের বিভিন্ন দেশের প্রায় ৪০০-এর অধিক শিক্ষার্থী ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে বিভিন্ন বিভাগে পড়াশোনা করছেন। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদ থেকে নিয়মিত জার্নাল প্রকাশিত হচ্ছে। শিক্ষক- শিক্ষার্থীদের গবেষণাকর্মে আরও বেশি উদ্বুদ্ধ করতে বিশ্ববিদ্যালয়ে রয়েছে রিসার্চ ডিভিশন এবং রিসার্চ ফান্ড। করোনায় অনলাইন প্ল্যাটফরম ‘ব্লেনডেড লার্নিং সেন্টারের (বিএলসি)’ সর্বোচ্চ সুবিধা উপভোগ করছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা।
শিরোনাম
- মধ্যরাতে চবি এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের সংঘর্ষ
- সামাজিক মাধ্যমে ট্রাম্পের মৃত্যুর গুজব
- চবিতে প্রকৌশল শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়ে মশাল মিছিল
- এলডিসি গ্র্যাজুয়েশন বিতর্কে বিজয়ী কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ
- বাংলাদেশে ফ্যাসিস্টদের পুনরুত্থান হতে দেব না: নওশাদ
- নামাজ শেষে ঘরে বসা অবস্থায় গৃহবধূ খুন
- মানিকগঞ্জ পৌরসভায় রাস্তা বন্ধের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ
- কুমিল্লা নগরে পূর্ব শত্রুতার জেরে যুবককে কুপিয়ে হত্যা
- যশোর মণিরামপুরে ছুরিকাঘাতে যুবক নিহত
- চার বছর পর শুরু হলো জাতীয় চ্যাম্পিয়নশিপ ফুটবল, মুন্সিগঞ্জে উদ্বোধন
- সাবমেরিন ক্যাবল ছিঁড়ে ৫ দিন ধরে বিদ্যুতবিহীন মেহেন্দিগঞ্জ
- ব্রাহ্মণবাড়িয়ায় নবীনগর পূর্ব ইউনিয়ন কৃষকদলের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
- ঝিনাইদহে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আঞ্চলিক কেন্দ্র উদ্বোধন
- মুক্তিপণের টাকা পরিশোধ করে বাড়ি ফিরেছে অপহৃত সাত জেলে
- সাবেকদের অনুপ্রেরণায় শিক্ষার্থীদের এগিয়ে নিতে উদ্যোগ
- জাকসু নির্বাচনে নতুন তিনটি প্যানেলের আত্মপ্রকাশ
- শ্রীপুরে পৌর বিএনপির কর্মী সমাবেশ অনুষ্ঠিত
- বিমানবন্দর সড়কের ৭ অংশে রবিবার চালু হচ্ছে সিগন্যাল ব্যবস্থা
- স্বর্ণের দাম আরও বাড়লো
- চবিতে শহীদ তরুয়া-ফরহাদ স্মৃতি আন্তঃবিভাগ ফুটবলের ট্রফি উন্মোচন
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি
আন্তর্জাতিক পরিমন্ডলে সুনাম ছড়িয়েছে
ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রায় ৪০ হাজার গ্র্যাজুয়েট এরই মধ্যে বিশ্ববিদ্যালয় থেকে বেরিয়েছেন, যারা জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অবদান রাখছেন...
মো. আনোয়ার হাবিব কাজল
প্রিন্ট ভার্সন

টপিক
এই বিভাগের আরও খবর