আজকের এই দিনে জন্মগ্রহণ করায় পাশ্চাত্য মতে আপনি মকর রাশির জাতব্যক্তি। আপনার ওপর আজ রাশি অধিপতি শনি, সেনাপতি মঙ্গল ও দৈত্যকুল গুরু শুক্রাচার্যের প্রভাব বিদ্যমান। আপনার সঙ্গে কুম্ভ রাশির বন্ধুত্ব শুভফল প্রদান করবে। অন্ন বস্ত্র বাসস্থানের পথ ঘুচবে। বিবাহযোগ্যদের বিবাহের পথ প্রশস্ত হবে। দীর্ঘদিনের লালিত স্বপ্ন পূর্ণ হবে।
মেষ [২১ মার্চ-২০ এপ্রিল]
অংশীদারদের পূর্ণ সহযোগিতা পাবেন। আর্থিক দৈন্যতা কাটবে। গৃহবাড়ি অতিথি সমাগমে মুখর থাকবে। মায়ের স্বাস্থ্য ভালোর দিকে যাবে। লৌকিকতায় প্রচুর ব্যয় হবে। দাম্পত্য সুখ-শান্তি ঐক্য বজায় থাকবে। রাগ জেদ হঠকারী সিদ্ধান্ত ঘাতক হবে।
বৃষ [২১ এপ্রিল-২০ মে]
গৃহবাড়ি যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। বেকারদের জন্য দিনটি মাইলফলক হবে। পিতা-মাতার স্বাস্থ্য ভালোর দিকে যাবে। নিত্যনতুন ব্যবসা-বাণিজ্যের পরিকল্পনা বাস্তবায়িত হবে। বিদেশ গমন ও স্বদেশ প্রত্যাবর্তনের পথ খুলবে।
মিথুন [২১ মে-২০ জুন]
নিত্যনতুন স্বপ্ন পূরণ হবে। পিতা-মাতার গুরুজনদের পূর্ণ সহযোগিতা প্রাপ্ত হবেন। দুর্ভাগ্য দূর হবে সৌভাগ্যের প্রদীপ প্রজ্বলিত হবে। মন সুর সংগীত ও ধর্মের প্রতি আকৃষ্ট থাকবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে।
কর্কট [২১ জুন-২০ জুলাই]
ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দুর্যোগের কালো মেঘ গ্রাস করবে। লম্বা দূরত্বের সফরে নিজে ড্রাইভ না করাই শ্রেয় হবে। অপরিচিত কাউকে আশ্রয় দেওয়া ঠিক হবে না। সব ধরনের দুনম্বরি কাজবাজ থেকে বিরত থাকুন। সংকটকালে বন্ধু আত্মীয় পরিজন কারও সহযোগিতা পাওয়া কঠিন হবে।
সিংহ [২১ জুলাই-২০ আগস্ট]
বিবাহযোগ্যদের বিবাহের সানাই বাজবে। গৃহবাড়ি ও যানবাহন বদলের স্বপ্ন পূর্ণ হবে। জীবনসাথী ও শ্বশুরালয় থেকে ভরপুর সহযোগিতা পাবেন। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কারের পসরা সাজবে।
কন্যা [২১ আগস্ট-২২ সেপ্টেম্বর]
দুর্ঘটনা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে নিজেকে গুটিয়ে রাখুন। প্রত্যেক কাজের শুরু ভালো কিন্তু শেষ ভালো নয়। অর্থ কড়ির ব্যাপারে কাউকে অধিক বিশ্বাস করা ঠিক হবে না। শ্রমিক কর্মচারী আশ্রিত প্রতিপালিত ব্যক্তির প্রতি নজর রাখুন। স্বাস্থ্যগত ব্যাপারে সতর্ক থাকুন।
তুলা [২৩ সেপ্টেম্বর-২২ অক্টোবর]
স্বদেশ-বিদেশ ভ্রমণের সুযোগ আসবে। পিতা-মাতা গুরুজনদের সহযোগিতা প্রাপ্ত হবেন। কর্ম ব্যবসায় বাড়তি দায়িত্বভার বর্তাবে। সন্তানদের ক্যারিয়ার অধ্যয়ন ও স্বাস্থ্যবিষয়ক দুশ্চিন্তা ঘুচবে। শিক্ষার্থীদের জন্য দিনটি স্মরণীয় হয়ে থাকবে। মামলা মোকদ্দমায় জয়ী হবেন।
বৃশ্চিক [২৩ অক্টোবর-২১ নভেম্বর]
অত্যাবশ্যকীয় বিনিয়োগে সতর্ক থাকুন। দীর্ঘদিনের দাম্পত্য কলহ-বিবাদের মীমাংসা হবে। অংশীদারি ব্যবসা-বাণিজ্যের বহুল প্রচার ও প্রসার ঘটবে। প্রেমীযুগলের মনে অভিমান দানা বাঁধবে। আশ্রিত ও প্রতিপালিত ব্যক্তি থেকে সাবধান। মাতা মাতৃস্থানীয়ের সহযোগিতা পাবেন।
ধনু [২২ নভেম্বর-২০ ডিসেম্বর]
গৃহবাড়িতে কোনো না কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হবে। গান বাজনা আঁকা লেখায় পুরস্কার পাবেন। কর্মের সুনাম যশ পদোন্নতির পথ খুলবে। প্রেমীযুগলের জন্য মাইলফলক হয়ে থাকবে। ভাইবোনদের সহযোগিতা পাবেন। ধৈর্য সাহস মনোবল বাড়বে।
মকর [২১ ডিসেম্বর-১৯ জানুয়ারি
মামলা মোকদ্দমা মীমাংসার দিকে ধাবিত হবে। অন্ন বস্ত্র বাসস্থানের অভাব ঘুচবে। স্বজনদের সঙ্গে সম্প্রীতির মেলবন্ধন রচিত হবে। হাত বাড়ালেই নিত্যনতুন সুযোগ আসবে। কোনো দলিলপত্র আসতে পারে। শিক্ষার্থীরা শুভ সংবাদ পাবেন।
কুম্ভ [২০ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি]
নিত্যনতুন প্ল্যান-প্রোগ্রাম বাস্তবায়িত হবে। গৃহবাড়িতে নতুন আসবাবপত্র ও বস্ত্রালঙ্কার আসতে পারে। দুরারোগ্য ব্যাধিপীড়া থেকে পরিত্রাণ পাবেন। দুর্যোগের মেঘ সরে সুদিনের সূর্য ফোকাস মারবে। অযথা লোকে ভুল বুঝবে ও সন্দেহ করবে। নেশা মদ্য জুয়া এড়িয়ে চলুন।
মীন [১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ]
দাম্পত্য সুখ-শান্তি বজায় রাখা কঠিন হবে। ব্যবসা-বাণিজ্যে মন্দাভাব বিরাজ করবে। দূর থেকে আসা কোনো সংবাদ গোটা পরিবারে শোকের মাতাম বইয়ে দিতে পারে। শিক্ষার্থীদের মন ভেঙে দেবে। দুর্জনেরা আত্মীয় বেশে যৎপরনাস্তি ক্ষতিসাধন করবে। প্রেমীযুগল সাবধানে চলুন। মন ধর্মের প্রতি ঝুঁকবে।