বৃহস্পতিবার, ১৪ জুলাই, ২০২২ ০০:০০ টা

হতাশ মৌসুমি চামড়া ব্যবসায়ীরা

মহিউদ্দিন মোল্লা, কুমিল্লা

এবারও হতাশ কুমিল্লার মৌসুমি চামড়া ব্যবসায়ীরা। সঙ্গে কোরবানিদাতা ও চামড়া বিক্রির টাকা গ্রহীতারাও অসন্তোষ প্রকাশ করেছেন। এদিকে পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বকেয়া টাকা না পাওয়া ও লবণের দাম বেশি হওয়ায় তারাও ব্যবসায় সুবিধা করতে পারছেন না।

সূত্র মতে, ঈদের দিন বিকাল থেকে মৌসুমি চামড়া ব্যবসায়ীরা রিকশা-ভ্যান, সিএনজি অটোরিকশা, ব্যাটারিচালিত ইজিবাইক ও রিকশাযোগে চামড়া নিয়ে আসতে থাকেন কুমিল্লা নগরীর ঋষিপট্টি ও বিভিন্ন মোড়ে। একই দৃশ্য দেখা গেছে জেলার বিভিন্ন উপজেলায়। চামড়ার পাইকারি ব্যবসায়ী ও আড়তদারদের সিন্ডিকেটের কারণে এবারও ভালো মুনাফা করতে পারেননি তারা। কোনো রকমে পুঁজি তুলতে পেরেছেন বলে জানান তারা। এবার সরকার নির্ধারিত দাম অনুযায়ী ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুট ৪৭ থেকে ৫২ টাকা এবং ঢাকার বাইরে ৪০ থেকে ৪৪ টাকা করা হয়েছে। মৌসুমি ব্যবসায়ীদের অভিযোগ, সরকারিভাবে চামড়ার দর নির্ধারণ হলেও স্থানীয় আড়তদার ও পাইকারি ব্যবসায়ীদের কাছে বিক্রি করতে এসে সেই দাম পাননি মৌসুমি ব্যবসায়ীরা।

সর্বশেষ খবর