বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২ ০০:০০ টা

অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কার পেল কনকা

নিজস্ব প্রতিবেদক

কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশন ১১তম আন্তর্জাতিক অ্যাডম্যান অ্যাওয়ার্ড গোল্ড পুরস্কারে ভূষিত হয়েছে। বিশ্বব্যাপী বাজারজাতকৃত টেলিভিশন পণ্যের ব্র্যান্ড ধারণা, উদ্ভাবনী পরিকল্পনা, সামাজিক প্রভাব এবং নজরকাড়া রিপোর্ট কার্ড- এসব বিষয়ের ওপর ভিত্তি করে আন্তর্জাতিক প্রফেশনাল জুরি বোর্ড কনকা টিভিকে এই স্বীকৃতি প্রদান করেছে। ১৯৮০ সালে চীন-বিদেশি যৌথ উদ্যোগে ইলেকট্রনিক্স ও হোম অ্যাপলায়েন্স প্রস্তুতকারক হিসেবে প্রতিষ্ঠিত হয়ে বিগত ৪০ বছরে প্রযুক্তি এবং উৎপাদন অভিজ্ঞতায় কনকা নিজেকে শীর্ষ পাঁচটি টিভি ব্র্যান্ডের তালিকায় স্থান করে নিতে সক্ষম হয়েছে। বিশ্বব্যাপী ১৬০টিরও অধিক দেশের গ্রাহকগণ কনকা অ্যান্ড্রয়েড ভয়েস কন্ট্রোল টেলিভিশনের প্রযুক্তি সুবিধা ভোগ করছেন। কনকা বিশ্বব্যাপী প্রতিবছর ২ কোটিরও অধিক টিভি উৎপাদন ও বাজারজাতকরণ করছে। প্রযুক্তিগত অগ্রগতির সঙ্গে গ্রাহকদের চাহিদা বিবেচনায় কনকা টিভিতে সংযোজন করা হয়েছে রোটেটিং স্মার্ট স্ক্রিন প্রযুক্তি যার ফলে স্ক্রিন ইন্টারফেস যে কোনো দিকে পরিবর্তন করা যায় এবং মোবাইল ফোনের সঙ্গে সংযোগ করে বিভিন্ন দৃশ্য টিভি স্ক্রিনে বড় পর্দায় উপভোগ করা যায়।

সর্বশেষ খবর