রবিবার, ২৭ অক্টোবর, ২০১৩ ০০:০০ টা

রেলওয়েতে ডিজিটাল টিকেটিং

রেলওয়েতে ডিজিটাল টিকেটিং

ঢাকা-গাজীপুর রুটের কমিউটার ট্রেনে 'এসপাস' কার্ডের মাধ্যমে ভাড়া পরিশোধ পদ্ধতি এবার পরীক্ষামূলকভাবে চালু করা হচ্ছে। সোমবার থেকে পরীক্ষামূলকভাবে এটি চালু করা হয়। এসপাস হচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বাসের জন্য করা ডিজিটাল টিকেটিং ব্যবস্থা। জানা গেছে, ঢাকা-গাজীপুর রুটে এর সফল ব্যবহার নিশ্চিত করা গেলে ঢাকা-নারায়ণগঞ্জ, ঢাকা-ময়মনসিংহ, ঢাকা-দেওয়ানগঞ্জ কমিউটার ট্রেনেও এ সেবা চালু করা হবে। আর 'এসপাস'এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে একই কার্ড ব্যবহার করে বিআরটিসির বাস এবং বাংলাদেশ রেলওয়েতে ব্যবহার করা যাবে। এছাড়াও পরবর্তীতে অন্য কোনো প্রতিষ্ঠান যদি এই সেবার আওতাভুক্ত হয় তাহলে সেখানেও ব্যবহার করতে পারবেন।

জাইকার সহায়তায় ২০১২ সালের এপ্রিলে মতিঝিল-আবদুল্লাহপুর রুটে বিআরটিসির এসি বাসে পরীক্ষামূলক ভাবে ডিজিটাল টিকেটিং ব্যবস্থা চালু করা হয়। পরে তা মতিঝিল-মিরপুর রুটে সম্প্রসারণ করা হয়। এতে ওই দুই রুটে সংস্থাটির আয় গড়ে ৩৩ শতাংশ বৃদ্ধি পায়। বর্তমানে বিআরটিসি নিজস্ব ব্যবস্থাপনায় ওই দুই রুটে ব্যবস্থাটি চালু রেখেছে। এরই পরিপ্রেক্ষিতে প্রকল্পটি বাংলাদেশ রেলওয়েতেও চালু করা হলো। জাইকার সমীক্ষা অনুযায়ী, গাজীপুর থেকে এয়ারপোর্ট হয়ে কমলাপুর পর্যন্ত প্রতিদিন গড়ে ১০ হাজার যাত্রী যাতায়াত করে। তবে পর্যাপ্ত জনবলের অভাবে রেলওয়ে এ রুটে ঠিকমতো ভাড়া আদায় করতে পারে না। তাই সঠিকভাবে ভাড়া আদায়ের লক্ষ্যে এসপাস চালু করা হবে। * ইনফো ডেস্ক

 

 

সর্বশেষ খবর