রবিবার, ১৫ ডিসেম্বর, ২০১৩ ০০:০০ টা

ইনফো তথ্য

বর্তমানে অনলাইনের মাধ্যমেই বিভিন্ন পণ্যের দরদাম মূল্যায়ন করা যাচ্ছে। এরকম একটি স্টল   www.bdstall.com  এখান থেকে কম্পিউটার, ল্যাপটপ টেলিভিশন, ফার্নিচার,শো-পিস, ট্রাভেল এজেন্সিসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের খোঁজখবর পাওয়া যাবে। করা যাবে কেনাকাটা।

 

ফটোশপ

বর্তমান প্রেক্ষাপটে আইটি নির্ভর চাকরির চাহিদা বেড়েই চলেছে। এই ধারাবাহিকতায় বাড়ছে ফটোশপ কোর্সের প্রয়োজনীয়তা। এ লক্ষ্যে এক মাসের প্রশিক্ষণ চালু করতে যাচ্ছে ক্রিয়েটিভ আইটি ইনস্টিটিউট।

ফোন: ০১৯৭৪১৩৪৪২৪

 

গুগলের ডাটা সেন্টার

এশিয়ায় এই প্রথম ডাটা সেন্টার স্থাপন করল গুগল। এর মাধ্যমে এ অঞ্চলে দ্রুত সময়ে গুগল ডাটা সেবা দেওয়ার পাশাপাশি ডাটার নিরাপত্তাও নিশ্চিত করতে পারবে। তাইওয়ান এবং সিঙ্গাপুরে স্থাপিত করা হয়েছে দুটি ডাটা সেন্টার।

* ইনফোটেক ডেস্ক

 

 

সর্বশেষ খবর