গত ৩৬ বছর থেকে চলা এক সন্তান’ নীতি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টি। চীনের বার্তা সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে বৃহস্পতিবার এ খবর জানিয়েছে বিবিসি। খবরে বলা হয়, এখন থেকে দেশটির সব দম্পতি দুটি সন্তান গ্রহণ করতে পারবেন। তবে দুইয়ের বেশি সন্তান নেওয়া যাবে কি না, সে বিষয়ে স্পষ্ট করে কিছু বলা হয়নি।
এর আগে, ১৯৭৯ সালে অব্যাহতভাবে বেড়ে যাওয়া জনসংখ্যার চাপ কমানো এবং পানি ও অন্যান্য প্রাকৃতিক সম্পদের ব্যবহার হ্রাসে জনসংখ্যায় বিশ্বের সর্ববৃহৎ দেশ চীন এক সন্তান নীতি গ্রহণ করে।
এই নীতির ফলে চীনের দম্পতিরা একটির বেশি শিশু জন্ম দিতে পারতেন না। কেউ একাধিক সন্তানের জন্ম দিলে চাকরিচ্যুত ও জরিমানার মতো শাস্তির মুখোমুখি হতে হতো।
তবে সাম্প্রতিক বছরগুলোতে এ নিয়ে দেশটির জনগণ আপত্তি তুলতে থাকে। অনেকে চীনা যুবক বিয়ের জন্য মেয়ে খুঁজে পাচ্ছেন না এমন অভিযোগ উঠে। অবশেষে চীনের কমিউনিস্ট পার্টি সিদ্ধান্ত নিয়েছে, শিগগিরই এক সন্তান নীতি তুলে নেওয়া হবে এবং দুই সন্তান নীতি ঘোষণা করা হবে। এতে করে এতদিন বিভিন্ন বাধা-নিষেধের ফলে যারা এক সন্তান নিতে বাধ্য হয়েছেন, তারা চাইলে দুই সন্তান নিতে পারবেন।
বিডি-প্রতিদিন/২৯ অক্টোবর, ২০১৫/মাহবুব