চীন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য আমদানির লক্ষ্যে দেশটির সঙ্গে একটি চুক্তি করেছে ধর্মনিরপেক্ষ সংবিধান গ্রহণের প্রেক্ষাপটে জ্বালানি সংকটে পড়া নেপাল। ২৮ অক্টোবর এ চুক্তি স্বাক্ষরিত হয়।
নেপালের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তা টাইমস অব ইন্ডিয়াকে জানান, বুধবার সন্ধ্যায় নেপাল ওয়েল করপোরেশন এবং চায়না ন্যাশনাল ওয়েল করপোরেশনের মধ্যে এ চুক্তি হয়। চুক্তি অনুযায়ী, চীন আন্তর্জাতিক বাজার দরে নেপালের কাছে জ্বালানি তেল বিক্রি করবে। এর ফলে ভারতের চেয়েও কম দামে তেল পাবে নেপাল। চীন যে তেল সরবরাহ করবে তা দিয়ে নেপালের মোট চাহিদার এক তৃতীয়াংশ পূরণ হবে।
উপমহাদেশের অন্য যে কোনো দেশের তুলনায় ভারত যে রাষ্ট্রটির ওপর বেশি কর্তৃত্ব দেখায়, সেটি হলো নেপাল। দেশটির রাজনীতি থেকে অর্থনীতি সবখানে রয়েছে ভারতীয় প্রভাব। কিছুদিন আগে নেপাল যে নতুন সংবিধানের ঘোষণা দিয়েছে তাতে অখুশি হয় দিল্লি। এজন্য দেশটির ওপর অলিখিত অবরোধ আরোপও করে তারা। সীমান্তে আটকে যায় তেলের ট্যাঙ্ক, ওষুধ ও খাদ্যবাহী ট্রাক যাতে সংকট দেখা দেয় নেপালে। এই প্রেক্ষাপটেই চীন কম দামে তেল সরবরাহ করতে ও একটি চুক্তি সম্পাদনে সম্মত হয়।
বিডি-প্রতিদিন/৩০ অক্টোবর ২০১৫/শরীফ