ভারত জুড়ে ধর্মীয় অসহিষ্ণুতার প্রতিবাদ জানিয়ে এবার উদ্বেগ প্রকাশ করলেন দেশটির সাবেক প্রধানমন্ত্রী কংগ্রেস নেতা ড. মনমোহন সিং।
শুক্রবার দিল্লিতে ''নো পিস উইদাউট ফ্রিডম, নো ফ্রিডম উইদাউট পিস: সিকিওরিং নেহেরুস ভিশন এন্ড ইন্ডিয়া'স ফিউচার'' শীর্ষক এক আলোচনায় বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, 'মতের মিল না হওয়ায় মুক্তমনাদের ওপর যেভাবে নির্যাতন নেমে আসছে কিংবা হত্যা করা হচ্ছে সেটা কোনভাবেই মেনে নেওয়া যায় না। শুভ চিন্তার মানুষেরা কড়া ভাষায় এই ঘটনার নিন্দা জানিয়েছেন। এটা আমাদের দেশের ওপর বড় আঘাত।'
তাঁর মতে মুক্তমনাদেরকে যেভাবে দমন করার চেষ্টা হচ্ছে তা কোনভাবে মেনে নেওয়া হবে না। ধর্মের ভিত্তিতে কখনও সাধারণ মানুষের নীতি নির্ধারণ করা যায় না এবং ধর্মকে কখনও অন্য কারোর ওপর চাপিয়েও দেওয়া যায় না। দেশের বৈচিত্র্যে কোন ক্ষতি হলে তা আমাদের দেশকেও দুর্বল করে দেবে। কারণ অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে শান্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়।
সাবেক প্রধানমন্ত্রী বলেন, 'সাম্প্রতিককালে মানুষের চিন্তাভাবনা, বিশ্বাস, মতপ্রকাশের স্বাধীনতা হরণের যে ন্যাক্কারজনক ঘটনা ঘটছে তাতে দেশ (ভারত) গভীরভাবে উদ্বিগ্ন।
দেশজুড়ে অসহিষ্ণুতার মাত্রা যেভাবে বেড়ে চলেছে তা ভারতের অর্থনৈতিক উন্নয়নের পথে বড় বিপদ বলেও উল্লেখ করেন কংগ্রেসের এই শীর্ষ নেতা। তিনি বলেন, 'স্বাধীনতা ছাড়া কোথাও স্বাধীন বাজার তৈরি হতে পারে না।'
বিডি-প্রতিদিন/০৬ নভেম্বর ২০১৫/ এস আহমেদ