পশ্চিমা দেশগুলির মতো এবার ভারতের উড়ান সংস্থাগুলিও এবার বিমানের দুষ্টু যাত্রীদের শায়েস্তা করতে হাতে হাতকড়া পড়াবে। বিমানের মধ্যে অভব্য আচরণ করলেই সেই যাত্রীকে বিমানের সিটের সঙ্গে প্লাস্টিকের হাতকড়া পড়িয়ে দেওয়া হবে এবং বিমানটির গন্তব্যস্থলে না পৌঁছনো পর্যন্ত হাতকড়া অবস্থায় সিটের মধ্যেই বসে থাকতে বাধ্য করা হবে সেই যাত্রীদের। বিমানের নিরাপত্তার কথা ভেবেই এমন সিদ্ধান্ত ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন (ডিজিসিএ)-এর।
জেট এয়ারওয়েজ কর্তৃপক্ষর তরফে একথা জানিয়ে বলা হয়েছে সম্প্রতি ডিজিসিএ কর্তৃপক্ষ তাদেরকে এই ব্যাপারে পদক্ষেপ নিতে ছাড়পত্র দিয়েছে। জেট কর্তৃপক্ষের দাবি, ‘২০১৫ সালের শেষের দিকেই ডিজিসিএ’এর তরফে এ ব্যাপারে সম্মতি জানিয়েছে। বিমানের নিরাপত্তার কথা মাথায় রেখে প্রয়োজনে অভব্য আচরণ করা যাত্রীদের বিরুদ্ধে এই ব্যাবস্থা নেব’।
ইন্ডিগো এয়ার কর্তৃপক্ষ জানিয়েছে ‘ডিজিসিএ গাইডলাইন অনুযায়ী বিমানের ক্র মেম্বাররাই তাদের সাধ্য মতো বেপরোয়া যাত্রীদের শান্ত করার চেষ্টা করা করবেন। প্রথমে মৌখিকভাবে এবং পরে লিখিত ভাবে সেই যাত্রীদের বোঝানোর চেষ্টা করবেন কিন্তু তাতে কাজ হলেই চূড়ান্ত পদক্ষেপ নেওয়া হবে’। ইন্ডিগো কর্তৃপক্ষ আরও জানিয়েছে ‘সেক্ষেত্রে বিমানের নিরাপত্তার কথা ভেবে ওই যাত্রী বা যাত্রীদের সিটের সঙ্গেই নাইলনের রশি লাগিয়ে হাতকড়া পড়ানোর ব্যবস্থা করা হবে’।
স্পাইস জেট উড়ান সংস্থা জানিয়েছে অভব্য আচরণের যাত্রীদের শায়েস্তা করতে তাদের সমস্ত বিমানেই এই ধরনের ব্যবস্থা (হাতকড়া) থাকবে।
ভিস্তেরা কর্তৃপক্ষও জানিয়েছে সন্দেহজনক ও অস্বাভাবিক আচরণ করলেই সেই যাত্রীদের বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত শনিবারই অভব্য আচরণের অভিযোগে হায়দ্রাবাদ থেকে রায়পুরগামী ইন্ডিগো বিমানের ৭০ জন যাত্রীকে রাজীব গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। এই পরিপ্রেক্ষিতে বিমানবন্দর থানায় বিমান সংস্থার কর্মীদের বিরুদ্ধে হয়রানির অভিযোগে মামলাও দায়ের করে অভিযুক্ত যাত্রীরা।
বিমানবন্দর থানার ইন্সপেক্টর টি. সুধাকর জানান, ‘ওইদিনই হায়দ্রাবাদ থেকে রায়পুর আসছিলেন ওই যাত্রীরা। বিমানের মধ্যেই তারা একে অপরের জায়গা পরিবর্তন করছিলেন বলে অভিযোগ। এরপরই বিমানের কেবিন ক্র’য়ের সঙ্গে কয়েকজন যাত্রীর তর্কাতর্কি বাধে। পরিস্থিতি সামাল দিতে গ্রাউন্ড স্টাফদের ডাকা হয় কিন্তু এতে পরিস্থিতি আরও উত্তাল হয়ে ওঠে। এরপর ওই যাত্রীদের রাজীব গান্ধী বিমানবন্দরে নামিয়ে দেওয়া হয়। পরে যাত্রীরা বিমানের কর্মীদের বিরুদ্ধে হয়রানির মামলা করেছেন পাশাপাশি তাদের লাগেজ না দিয়েই ওই বিমানটি গন্তব্যস্থলে উড়ে যায় বলেও অভিযোগ করেছে যাত্রীরা।
এদিকে, ওই ঘটনার পরই দুষ্টু যাত্রীদের বিমানের মধ্যেই ‘হাতকড়া’ লাগানোর বিষয়টি আরও প্রাসঙ্কিক হয়ে পড়ল বলেই মনে করা হচ্ছে।
বিডি-প্রতিদিন/ ২৮ জানুয়ারি, ২০১৬/ রশিদা