অামেরিকা বিশেষ করে লাটিন আমেরিকার বর্তমান আতঙ্ক মশাবাহী জিকা ভাইরাসের টিকা আবিষ্কারের লক্ষ্যে বড় ধরনের সাফল্যের দাবি করেছেন ভারতের একদল চিকিৎসক। দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলেঙ্গানার রাজধানী হায়দারাবাদভিত্তিক ফার্ম 'ভারত বায়োটেক' এ দাবি করেছে। প্রায় এক বছর আগে ভাইরাসটির টিকা আবিষ্কারের লক্ষ্যে প্রতিষ্ঠানটি কাজ শুরু করে বলে জানিয়েছেন এর সিএমডি কৃষ্ণ এল্লা। জিকার টিকার আবিষ্কারের লক্ষ্যে তারাই বিশ্বে প্রথম সফলতা পেয়েছে এবং এর বৈশ্বিক পেটেন্ট পেতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কাছে আবেদন করা হবে বলেও তিনি জানান। খবর পিটিঅাই'র
জিকার সম্ভাব্য টিকা আবিষ্কার প্রসঙ্গে মি. কৃষ্ণ বলেন, 'আমরা জিকার দুটি টিকা উন্নয়নের চেষ্টা করছি। এর মধ্যে একটি টিকা অক্রিয় যেটি কোনো প্রাণীর শরীরে পরীক্ষা চালানোর পূর্ববর্তী ধাপে পৌঁছেছে।'
বিশ্বকে যত দ্রুত সম্ভব জিকার টিকা আবিষ্কারের কথা জানানোর আশাবাদও ব্যক্ত করেছেন তিনি।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা 'হু'র সর্বশেষ তথ্য মতে, বিশ্বে বিশেষ করে লাটিন ও মধ্য আমেরিকায় এখন পর্যন্ত ২৩টি দেশে জিকা ভাইরাসের প্রাদুর্ভাব ঘটেছে। এর মধ্যে ব্রাজিলে এ ভাইরাসটি সবচেয়ে বেশি মাত্রায় ছড়িয়ে পড়েছে। গত বছর দেশটিতে সাড়ে তিন হাজারের অধিক শিশু জিকা ভাইরাসের লক্ষণ নিয়ে জন্ম নিয়েছে। জিকায় আক্রান্ত শিশুদের মস্তিষ্ক স্বাভাবিক শিশুদের চেয়ে ছোটো হয়। আর এই রোগটিকে বলা হয় মাইক্রোসেফালি।
এডিশ মশার মাধ্যমে এই ভাইরাসটি দ্রুত বিস্তার লাভ করছে। তাই বিশ্বের অনেক দেশ এডিশ মশা নিয়ন্ত্রণের লক্ষ্যে কাজ করছে।
বিডি-প্রতিদিন/৩ ফেব্রুয়ারি ২০১৬/শরীফ