ফ্রান্সের কয়েকটি জঙ্গি হামলার পর দেশটির মসজিদগুলোতে বিদেশি অর্থায়ন সাময়িকভাবে নিষিদ্ধ করার কথা বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন ফরাসি প্রধানমন্ত্রী ম্যানুয়েল ভালস। খবর বিবিসির।
লা মঁদ পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে মি. ভালস আরও বলেন, ইসলামের সাথে ফ্রান্সের সম্পর্ক নতুন করে গড়ার সময় এসেছে।
তিনি আহ্বান জানান, যেন সকল ফরাসী ইমামকে বিদেশে প্রশিক্ষণ না দিয়ে বরং দেশের ভেতরেই প্রশিক্ষণ দেয়া হয়। উগ্রপন্থিদের বিরুদ্ধে এই লড়াই হচ্ছে এ প্রজন্মের সবচেয়ে বড় দায়িত্ব বলেও উল্লেখ করেন তিনি।
প্রসঙ্গত, গত ১৮ মাসে ফ্রান্সে যে কয়েকটি বড় বড় জঙ্গি হামলা হয়েছে- তা ঠেকাতে ব্যর্থ হবার জন্য ফরাসি সরকারকে ক্রমাগত সমালোচনা মুখোমুখি হতে হচ্ছে।
বিডি-প্রতিদিন/৩১ জুলাই, ২০১৬/মাহবুব