চলতি সপ্তাহে শেষ হওয়া ডেমোক্রেটিক পার্টির জাতীয় সম্মেলনে বিল ক্লিনটন এবং হিলারি ক্লিনটনের বক্তৃতার সময় কয়েক সেকেন্ডের জন্য মঞ্চে উঠেছিলেন ২২ বছরের এক তরুণ। তাতেই চারদিকে হইচই। চারদিন থেকে শোরগোল পড়ে যায় কে এই যুবক। কয়েকদিনের মধ্যেই ইন্টারনেট ঘেঁটে ওই তরুণের নাম-পরিচয় বার করে ফেলেছেন নেটিজেনরা। তিনি সাবেক মার্কিন বিল ক্লিন্টনের ভাইপো টাইলার।
ব্রিটেনের একটি সংবাদভিক্তিক ওয়েবসাইটে টাইলারের শার্টহীন ঊর্ধ্বাঙ্গের ছবি প্রকাশিত হয়েছে। সেই ছবিগুলো টাইলারের বিভিন্ন ফটোশ্যুটের। ‘শার্টলেস মডেল’ হিসাবে রীতিমতো জনপ্রিয় তিনি। তার যে ছবিগুলো ইন্টারনেটে ছড়িয়ে পড়েছে, সেগুলো একটি জিন্স তৈরির সংস্থার ফটোশ্যুটের।
বিল ক্লিনটনের ভাই রজারের ছেলে টাইলার। তার জন্ম ১৯৯৪ সালের ১২ মে মাসে। ২০১২ সালে ক্যালিফোর্নিয়ার একটি হাইস্কুল থেকে পাশ করর পর সম্প্রতি লয়োলা মেরিমাউন্ট বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক হয়েছেন টাইলার।
কলেজে পড়ার সময় থেকেই সমাজসেবা করেন টাইলার। প্রাকৃতিক সম্পদ সংরক্ষণ এবং জলবায়ু পরিবর্তন রোধ নিয়ে কাজ করার জন্য ‘লেট্স গো ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন তৈরি করেছেন তিনি। পাশাপাশি চলে মডেলিং।
চর্চা চলছে টাইলারের প্রেমিকাকে নিয়েও। ব্রিটিশ সংবাদ ওয়েবসাইটটির দাবি, বেশ কয়েকবছর ধরে একজনের সঙ্গে ঘনিষ্ঠতা রয়েছে টাইলারে। কিমবারলি চ্যাপম্যান নামে ওই তরুণী টাইলারের সঙ্গে স্কুলে এবং কলেজে পড়তেন। এখন তিনি একটি ‘ডেটিং’ ওয়েবসাইটে ‘ঘটক’ হিসাবে কাজ করেন।
সোশ্যাল মিডিয়ায় টাইলারের নামে হ্যাশট্যাগও ইতিমধ্যে চালু হয়ে গেছে। আমেরিকার প্রেসিডেন্ট পদপ্রার্থী হিলারির জন্য প্রচারের পাশাপাশি সেখানে আলোচনা চলছে বিলের এই ভাইপোকে নিয়েও।
একজন লিখেছেন, ‘যার এমন একজন দেবরের ছেলে রয়েছেন, তার তো জেতাই উচিত’। কেউ লিখেছেন, ‘হিলারিকে ভোট দেওয়ার আরেকটা কারণ পাওয়া গেল’। আরেকজন আবার লিখেছেন, ‘হিলারি প্রেসিডেন্ট হওয়ার সবচেয়ে ভাল দিক হল বিলের ভাইপো’।
টাইলারের বাবা রজার ১৯৮৫ সালে মাদক পাচারের অভিযোগে ধরা পড়ে এক বছর জেল খেটেছিলেন। গত জুন মাসে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর অভিযোগে তাকে আবার গ্রেফতার করা হয়। জানা গেছে, এই সব বিতর্কের জন্যই ডেম্যোক্রেটিকদের জাতীয় সম্মেলনে তাকে ডাকেননি বিল-হিলারি। কিন্তু ভাইপো টাইলারকে সেখানে নিয়ে গিয়েছিলেন।
বিডি-প্রতিদিন/০৪ আগস্ট, ২০১৬/মাহবুব