ভারতীয় জনতা পার্টি (বিজেপি), রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) এবং বিশ্ব হিন্দু পরিষদ (ভিএইচপি)-এর নেতাদের ওপর হামলা চালাতে পারে মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। ভারতের জাতীয় তদন্তকারী সংস্থা ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ) তরফে এবার এমনই আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
গোয়েন্দা রিপোর্টে প্রকাশ, আইএস জঙ্গি সফি আরমার ভারতের হিন্দুত্ববাদী দলগুলির নেতাদের ওপর হামলা চালানোর পরিকল্পনা শুরু করেছে। আর সিরিয়ায় বসেই বিজেপি, আরএসএস, ভিএইচপি নেতাদের ওপর হামলার পরিকল্পনা করেছে বলেও জানা গেছে।
শুধু তাই নয়, ভারতে বসবাসকারী বিদেশি নাগরিকদের ওপরও হামলা চালাতে পারে বলে জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ আশঙ্কা প্রকাশ করেছে। ভারতের সন্দেহভাজন এক আইএস জঙ্গিকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য জানতে পারে এনআইএ। এরপরই প্রতিটি দলকেই এ ব্যাপারে সতর্কবার্তাও পাঠানো হয়েছে যাতে সেই সব দলের শীর্ষ নেতাদের নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়।
সূত্রে খবর আইএস-এ যোগ দেওয়ার আগে জঙ্গি সংগঠন ইন্ডিয়ান মুজাহিদিন (আইএম)-এর সদস্য ছিলেন আরমার। বর্তমানে এই আরমারের ওপরই ভারত থেকে জঙ্গি সংগঠন আইএস-এ সদস্য নিয়োগের বিষয়টি দেখার দায়িত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে। যদিও সিরিয়ায় বসেই আইএস’এর অপারেশনের দায়িত্ব সামলাচ্ছে এই আইএস জঙ্গি।
বিডি-প্রতিদিন/ ০৪ আগস্ট, ২০১৬/ আফরোজ