পুলিশি হেফাজতে দলিত যুবকের মৃত্যুকে কেন্দ্র করে তোলপাড় ভারতের কানপুর৷ সাসপেন্ড করা হয়েছে ওই চৌকিতে কর্মরত ১৪জন পুলিশকর্মীকে৷ তাদের মধ্যে একজনের বিরুদ্ধে খুনের মামলাও রুজু করা হয়েছে৷
এলাকায় একটি চুরির ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দু'দিন আগে কমল বাল্মিকী নামে বছর ২৫-এর ওই যুবককে থানায় তুলে আনে পুলিশ৷ শুক্রবার সকালে তার পরিবারকে জানানো হয়, কমল মারা গেছে। থানার একটি ঘর থেকে উদ্ধার হয়েছে কমলের ঝুলন্ত মরদেহ৷
কমলের পরিবারের দাবি, পুলিশের নির্মম অত্যাচারেই মৃত্যু হয়েছে কমলের৷ পুলিশই তাকে খুন করেছে৷ এমনকী এই ঘটনা ধামাচাপা দিতে বেনামে কমলের দেহ হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে৷
স্থানীয় পুলিশ জানিয়েছে, ওই যুবকের পরিচয় লুকানো হয়েছে৷ কাগজে কমলের বদলে রাজু নামটি ব্যবহার করা হয়েছে৷ সেইসঙ্গে বলা হয়েছে, হেফাজতে থাকার সময় আত্মহত্যা করেছেন তিনি৷
সিনিয়র পুলিশ কর্মকর্তা শালভ মাথুর বলেন, ''কমলের পরিবার জানিয়েছে, জেরার জন্য এক কনস্টেবল কমলকে তুলে নিয়ে গিয়েছিল৷ তার পরই এই ঘটনা ঘটে৷ কমলের পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করা হয়েছে৷ গোটা পুলিশ চৌকিকে সাসপেন্ড করা হয়েছে৷''
বিডি-প্রতিদিন/এস আহমেদ