ভারতের আসাম প্রদেশের ককরাজহারে অজ্ঞাত সন্ত্রাসীদের হামলায় ১৪ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। শুক্রবার দুপুরে প্রদেশের পশ্চিমাঞ্চলীয় ককরাজহারের বালাজান তিনিয়ালির একটি বাজারে অজ্ঞাত বন্দুকধারীদের এলোপাতাড়ি গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে। এসময় আহত হয়েছে আরও ১৫ জন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
শুক্রবার সাপ্তাহিক বাজারের দিন থাকায় অনেক মানুষের ভিড়ের মধ্যে ওই হামলা চালানো হয়। হামলার পরপরই সেখানে সেনাবাহিনী মোতায়েন করা হয়। পরে প্রায় ২০ মিনিট ধরে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকধারীদের তীব্র গোলাগুলি চলে। এসময় সেনাবাহিনীর গুলিতে এক বন্দুকধারী নিহত হয়। এর আগে বন্দুকধারীদের ছুড়ে মারা একটি গ্রেনেড বিস্ফোরিত হয়ে ৩টি দোকান বিধ্বস্ত হয়।
বিডি প্রতিদিন/০৫ আগষ্ট ২০১৬/হিমেল-০৪