ভারতের গুজরাটের নতুন মুখ্যমন্ত্রী হিসাবে নাম ঘোষণা করা হয়েছে রাজ্য বিজেপির সভাপতি বিজয় রুপানির। পাশপাশি উপ-মুখ্যমন্ত্রী হিসাবে ঘোষণা করা হয়েছে নীতিন প্যাটেলের নাম। আগামীকাল রবিবার দু'জনই শপথ নিবেন বলে জানা গেছে।
শুক্রবার গুজরাটের বিজেপি বিধায়কদের আলোচনার মাধ্যমে রুপানিকেই গুজরাটের মুখ্যমন্ত্রী হিসেবে বেছে নেওয়া হয়৷ বিজেপি হাইকমান্ডও এই বিষয়ে একমত প্রকাশ করেছে।
২০১৪ সাল থেকে গুজরাটের বিধায়ক রুপানির আগে রাজ্যের পরিবহন ও পানি সরবরাহ এবং শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব নিয়ে নিজের কর্মদক্ষতার পরিচয় দিয়েছেন। পাশাপাশি তিনি বর্তমানে গুজরাটের রাজ্য বিজেপির সভাপতি পদেও রয়েছেন। শুধু তাই নয়, কোনরকম বিতর্কের কেন্দ্রবিন্দু হিসেবেও কখনও তার নাম উঠে আসেনি। এই সুনামের ভিত্তিতেই তাকে মুখ্যমন্ত্রী পদে নির্বাচিত করা হয়েছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।
গুজরাটের সাবেক মুখ্যমন্ত্রী আনন্দিবেন প্যাটেলের পদত্যাগের পর থেকেই সেই পদে কাকে নির্বাচন করা হবে তা নিয়ে জল্পনা চলছিল। ভিন্ন মহলে গুজব রটেছিল বিজেপি সভাপতি অমিত শাহকে মুখ্যমন্ত্রী নির্বাচন করা হতে পারে। কিন্তু সেই জল্পনার অবসান ঘটিয়ে আগামী ৭ তারিখ মুখ্যমন্ত্রী হিসাবে গুজরাটের দায়িত্ব নিতে চলেছেন বিজয় রুপানি।
সূত্র: সংবাদ প্রতিদিন
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব