বেঁচে থাকার প্রয়োজনীয় খাবার না পেয়েই দাঁড়িয়ে দাঁড়িয়ে মৃত্যু হল প্রায় ৫০০ গরুর। ঘটনাটি ঘটেছে বিজেপি শাসিত রাজস্থানের জয়পুরের একটি সরকারি গোশালায়। পুলিশ সূত্রে খবর, বকেয়া বেতনের দাবিতে গত ২১ জুলাই থেকে জয়পুরের মিউনিসিপ্যাল কর্পোরেশনের হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রের ২৬৬ জন শ্রমিক কর্মবিরতি পালন করছেন। স্বাভাবিকভাবেই গোশালার প্রায় কয়েক হাজার গরুকে খাবার দেওয়া, সেবা-শুশ্রূষা করার কাজ থমকে ছিল। আর এর ফলেই গত দুই সপ্তাহে মৃত্যু হয়েছে ৫০০টি গরুর।
দুর্নীতি বিরোধী শাখার অতিরিক্ত সুপার বজরং সিং জানিয়েছেন, ‘অত্যন্ত নিম্নমানের পরিকল্পনার ফলে গোশালার ভিতরটা চোরাবালিতে পরিণত হয়েছিল। গত দুই সপ্তাহ ধরে শ্রমিকদের কর্মবিরতিতে বৃষ্টির পানিতে গোশালার ভিতরে থকথকে কাদা ও গোবরে ভরে গিয়েছিল। পাশাপাশি গরুর গামলাও পানিতে ভরে গিয়েছিল। খাবার ও সুপেয় পানি না পেয়ে গরুগুলোর মৃত্যু হয়েছে।'
এদিকে, একসঙ্গে এতগুলোর গরুর মৃত্যুর কারণ জানতে চেয়ে বৃহস্পতিবারই রাজ্য সরকারের কাছে কৈফিয়ত চেয়েছে রাজস্থান হাইকোর্ট। এরপর শুক্রবার ঘটনাস্থল পরিদর্শন করতে আসেন বজরং সিং সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা। অবশেষে পার্শ্ববর্তী গ্রাম থেকে স্বেচ্ছাসেবকদের নিয়ে এসে গোশালা থেকে মৃত গরু ও আটকে পড়া গরুগুলোকে উদ্ধারের কাজে লাগান পুলিশ কর্মকর্তারা।
হিঙ্গোনিয়া গরু পুনর্বাসন কেন্দ্রের পশু চিকিৎসক ডা. হরেন্দ্র এতগুলোর গরুর মৃত্যুর কারণ হিসাবে শ্রমিকদের অভাবকেই দায়ী করেছেন। কর্তব্যে অবহেলার অভিযোগে সরকারি কর্মকর্তাদের বিরুদ্ধে শুক্রবারই তদন্ত শুরু করেছে দুর্নীতি বিরোধী শাখা।
এদিকে, গরু মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানতোর শুরু হয়েছে। বিরোধী দল কংগ্রেস অভিযোগ করে বলেছে, গবাদিপশুকে নিরাপত্তা দিতে বিজেপি নেতৃত্বাধীন রাজস্থান সরকার চূড়ান্ত ব্যর্থ।
বিডি-প্রতিদিন/০৬ আগস্ট, ২০১৬/মাহবুব